স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ ও বার্তা

আপনি কি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন?  তার জন্য জন্মদিনের স্পেশাল কিছু করতে চান তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন।  আপনার স্ত্রীর জন্মদিনে তাকে অবশ্যই কোন একটি উপহার দিতে পারেন।  এতে আপনার স্ত্রী অনেক খুশি হবে।  তাছাড়া আপনার স্ত্রীর জন্মদিনে অবশ্যই তাকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করবেন।  আজকের এই পোস্টের মাধ্যমে আমরা এরকম স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস  ও মেসেজ নিয়ে আলোচনা করব।

 আমাদের মাঝে অনেকেই আছেন যারা স্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা মেসেজ স্ট্যাটাস খুঁজে থাকেন।  কিন্তু অনেক সময় আপনারা কাঙ্ক্ষিত শুভেচ্ছা বার্তা গুলো খুঁজে পান না।  তাই আমরা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জন্য কিছু খুবই সুন্দর সুন্দর বাছাইকৃত স্ত্রীর  জন্মদিনের শুভেচ্ছা মেসেজ শেয়ার করব।  আশা করি এসকল জন্মদিনের শুভেচ্ছা মেসেজ আপনার স্ত্রী অনেক পছন্দ করবে।  দয়া করে নিচের অংশ থেকে এসকল জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করে নিন।

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস পাবেন। এখানে সকল স্ট্যাটাসগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রদান করেছি। স্ট্যাটাস গুলো কপি করে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন। আশা করি এসকল স্ট্যাটাসগুলো আপনার স্ত্রী পড়ে অনেক খুশি হবে। দয়া করে স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা মেসেজ গুলো নিচের অংশ থেকে সংগ্রহ করে নিন।

হারিয়ে যাওয়া স্বপ্ন গুলি,
তুমি এসে ফিরিয়ে দিলে,
নতুন করে চাঁদের আলোয়,
আমার জীবন সাজিয়ে দিলে!!
꧁?? শুভ জন্মদিন জান??꧂

খুশিতে ঝলমলিয়ে উঠুক,
আজকের জন্মদিনের রজনী,
জন্মদিনে প্রাণ ভোরে আশীর্বাদ করলাম,
ভালো থেকো আমার প্রাণ সজনী!!
?হ্যাপি বার্থডে??

দিন যায় আবার নতুন দিন আসে
বছর যায় আবার নতুন বছর আসে
ঠিক তেমনই তোমার জন্মদিন যায় আবার আসে
কিন্তু আমি চায় তোমার প্রতিটী জন্মদিন হয়ে থাকুক স্মরণীয়

সেই কামনায় তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন।

আজকের এই দিন এক শুভ দিন।
আজকে ফুল্গুলো ফুটে তোমাকে তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।
পাখি গুলো কিচির মিচির করে তোমাকে শুভ কামনা জানাচ্ছে।
তাহলে আমি বাদ যাব কোন দোষে?

শুভ জন্মদিন।

কারো প্রিয়দিন শনিবার
তো কারো রবিবার
কারো শুক্রবার
তো কারো বুধবার
কিন্তু আমার প্রিয় দিন তো তোমার জন্মদিন।

আর আজ সেই প্রিয় দিনে তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিন

জন্মদিনে কি বা দেব তোমায় উপহার,
বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার !
শুভ জন্মদিন !

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা মেসেজ

আপনার স্ত্রীকে তার জন্মদিনে খুশি করতে চাইলে অবশ্যই তাকে তার জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। তাকে মোবাইল এর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারেন। তাই আমরা এই পোস্টে স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা মেসেজ শেয়ার করব। এখান অনেক সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাবেন।

তোমার চলার পথে,
আমিও পা মেলাতে চাই,
মনের খালি জায়গা পূরণ হলো,
শুধু তুমি এলে তাই!!
?হ্যাপি বার্থডে প্রিয়তমা??

পৃথিবীর কাছে চাঁদ রয়েছে একটি,
আকাশের বুকে তারা থাকে অগণ্য,
আমার বুকে জায়গা রেখেছি,
শুধু তোমারই জন্য!!
?Shuvo jonmodin??

আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়,
প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে !

তুমি অনন্য,
তুমিই আমার জন্য,
আমার জীবনে এসে তুমি,
করে দিলে জীবন ধন্য!!
?☆*শুভ জন্মদিন আমার ভালোবাসা*☆?

আজকে তোমার জন্মদিন,
ওগো শুনছো আমার জান,
তোমায় ছাড়া জীবন অচল,
তুমিই আমার প্রাণ!!
?*শুভ জন্মদিন আমার প্রাণ??

জন্মদিন তো তোমার জীবনে অনেকগুলোই
এসেছে কিন্তু আমি তোমার প্রতিটি জন্মদিনে
এখন থেকে এমন কিছু উপহার দিতে চাই যেন
আমার সাথে কাটানো প্রতিটি জন্মদিন
আজীবন তোমার স্মরণে থাকে। শুভ জন্মদিন প্রিয়তমা।

তোমার জন্মদিন বরাবরই আমার
কাছে স্পেশাল ছিল। কারণ তুমি মানুষটাই
তো আমার জীবনের জন্য অনেক
অনেক স্পেশাল। শুভ জন্মদিন আমার একমাত্র বউ।

শেষ কথা

আশাকরি আমাদের আজকের স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও মেসেজ নিয়ে পোস্টটি আপনাদের অনেক পছন্দ হয়েছে।  যদি আপনাদের এরকম পোস্ট পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের ওয়েবসাইটটি আপনার ওয়েব ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন যাতে ভবিষ্যতে আমাদের পোস্ট গুলো খুব সহজেই পেতে পারেন।  আজকের পোষ্টটি সম্পর্কে কোন মতামত বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।  ধন্যবাদ

আরও দেখুনঃ

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও পিকচার

বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস ও মেসেজ

ঈদ মোবারক ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২১

ঈদের ফানি মেসেজ, পিকচার, উক্তি ও এস এম এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *