আপনারা যারা শিক্ষক দিবস উপলক্ষে কবিতা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে ৫ এ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। তাই এই দিনে সকল ছাত্র-ছাত্রীদের উচিত সকল শিক্ষকদের শ্রদ্ধা সম্মান জানানোর। আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী শিক্ষক দিবস কবিতা খুঁজে বেড়াচ্ছেন।
তাই আজকের এই পোষ্ট আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শিক্ষক দিবস কবিতা শেয়ার করব। শিক্ষক দিবস নিয়ে কবিতা গুলো আমরা আপনাদের জন্য একদম ফ্রিতে সংগ্রহ করেছে। দয়া করে সম্পূর্ণ পড়ুন এবং এখান থেকে সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন।
শিক্ষক দিবস কবিতা
সকল শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষককে উদ্দেশ্য করে তাদের নিয়ে কিছু লেখালেখি করা। অনেকে শিক্ষক দিবস উপলক্ষে ফেসবুকে শিক্ষক দিবস স্ট্যাটাস শেয়ার করে থাক। আবার অনেকে শিক্ষক দিবস কবিতা খুঁজে থাকেন। তাই এখন আমরা আপনাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষক দিবস কবিতা শেয়ার করেছি। আশা করি এখানে দেওয়া সকল কবিতা গুলো আপনাদের অনেক ভাল লাগবে।
আরও দেখুনঃজাতীয় শিক্ষক দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি ও বাণী
শিক্ষার জগতে জাগিয়েছে যারা নতুন আশা
বাবামায়ের পর তারাই শিক্ষক নামে আর এক ভালোবাসা
তারা দেখিয়েছে স্বপ্ন
শিখিয়েছে প্রকৃত মানুষ হতে
সবার চোখে সম্মানে তারা রয়েছে অনেক উঁচুতে
তারা বন্ধু হয়ে রয়েছে পাশে রোজ
পেয়েছি হাজারো জ্ঞান আর সঠিক পথের খোঁজ
প্রিয় শিক্ষক
আপনার কাছে থাকবো আমি সর্বদা ছোটো হয়ে
একটু প্রণাম জানাতে চাই আপনার দু পা ছুঁয়ে।
শিক্ষক দিবসের ছোটদের কবিতা
এখানে আমরা ছোটদের জন্য খুবই মিষ্টি একটি শিক্ষক দিবসের কবিতা শেয়ার করেছি। যারা প্রাইমারি লেভেলের শিক্ষার্থী আছে তাদের জন্য এ কবিতাটি অনেক সুন্দর।
শিক্ষাগুরু তোমরাই সমাজের আদর্শ
শিক্ষাব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্পর্শ
তোমরাই অন্ধকার জগতের আলো
তোমাদের দ্বারাই বুঝি মন্দ ভালো
অগ্রগতির পথের তোমরাই সংগ্রামী
আমরা সেই পথের শুধুই অনুগামী
পরিবারের পড়ে তোমরাই সুচিন্তক
তোমাদের কৃপায় আমরা হই সার্থক।
আরও দেখুনঃজাতীয় শিক্ষক দিবস ২০২১ স্ট্যাটাস, উক্তি ও বাণী
শিক্ষকের প্রতি শ্রদ্ধা কবিতা
শিক্ষার জ্যোতি মোদের জীবনের সার
এই জ্যোতির দিব্য আভায় হয় জীবনের উদ্ধার
শিক্ষা বিনা এ জীবন মূর্ছিত পুষ্প-শতদল
যার সান্নিধ্যে ভেড়েনা কভু ভ্রমরেরও দল
শিক্ষাগুরু তুমি মোর দিয়েছো হাতে খরি
পূর্ণনিষ্ঠার সহিত আমি তোমার চরণ স্পর্শ করি
জাতির মেরুদণ্ড তুমি মানুষ গড়ার কারিগর
তোমার জ্ঞানের আলোকপ্রভায় নষ্ট হয় বিকার
জ্ঞানের সাগর তুমি শিক্ষাগুরু মোর
সহস্ত্রবার জানাই প্রনাম তোমায় করি করজোড়।
শিক্ষকদের সম্মানে কবিতা
সকল শিক্ষকদেরকে সম্মানের উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এই দিনে অনেকে শিক্ষকদের উদ্দেশ্যে করে অনেক কবিতা খুঁজে থাকে। তাই এখানে আমরা কয়েকটি কবিতা আপনাদের জন্য সংগ্রহ করেছি।
শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day
টিচার ডে কবিতা
প্রাণের গুরু শিক্ষাগুরু আদর্শেরই প্রতীক
তাঁদের দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী পথিক
শিক্ষক হলেন জ্ঞানের আলোর সত্যপথের যাত্রী
তাঁদের করে অনুসরণ সকল ছাত্রছাত্রী
মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু
মায়ের পরেই শিক্ষক হলেন জ্ঞানের অন্য গুরু
শিক্ষকেরা ব্যস্ত থাকেন জ্ঞান ছড়ানোর চাষে
মান্য করলে শিক্ষকদের সাফল্যতা আসে
সমস্যারও সমাধান পাই শিক্ষাগুরুর থেকে
অনুপ্রাণিত হইযে মোরা তাদের শিক্ষা দেখে
বাবার মতো স্নেহ-মায়া দেয় যে শিক্ষাগুরু
তাঁদের থেকে শিক্ষা নিয়ে জীবন হয় শুরু
শিক্ষক হলেন প্রিয় মোদের যায় কি তাদের ভুলে
তাঁদের মতো মহান মানুষ নেইকো শিক্ষাকুলে।
আরও দেখুনঃ শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day
শিক্ষক দিবসের ছোট কবিতা
আপনি যদি শিক্ষক দিবসের ছোট কবিতা খুঁজে থাকেন তাহলে এখানে আপনারা কাঙ্খিত শিক্ষক দিবস উপলক্ষে ছোট কবিতা খুঁজে পাবেন। পোস্ট এর এই অংশে আমরা আপনাদের জন্য খুব মিষ্টি মিষ্টি শিক্ষক দিবসের কবিতা শেয়ার করেছে।
সর্বশেষ কথা
সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি শিক্ষক দিবসের কবিতা গুলো সংগ্রহ করতে পেরেছেন। আমরা এই পোস্টে আপনাদের জন্য শিক্ষক দিবস নিয়ে বেশ কয়েকটি কবিতা শেয়ার করেছেন। আপনি আমাদের শিক্ষক দিবস নিয়ে এই পোস্টটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে শেয়ার করার অনুরোধ রইল। শিক্ষক দিবস নিয়ে আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে নিচের দেওয়া লিংকে ভিজিট করতে পারেন।
আরও দেখুনঃ
২০+ শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি
জাতীয় শিক্ষক দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি ও বাণী
শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day