শিক্ষক দিবস কবিতা [Teacher Day Poem]

আপনারা যারা শিক্ষক দিবস উপলক্ষে কবিতা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট।  আজকে ৫ এ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।  তাই এই দিনে সকল ছাত্র-ছাত্রীদের উচিত সকল শিক্ষকদের শ্রদ্ধা সম্মান জানানোর।  আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী শিক্ষক দিবস কবিতা  খুঁজে বেড়াচ্ছেন।

তাই আজকের এই পোষ্ট আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শিক্ষক দিবস কবিতা শেয়ার করব।  শিক্ষক দিবস নিয়ে কবিতা গুলো আমরা আপনাদের জন্য একদম ফ্রিতে সংগ্রহ করেছে।  দয়া করে সম্পূর্ণ পড়ুন এবং এখান থেকে সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন।

শিক্ষক দিবস কবিতা

সকল শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষককে উদ্দেশ্য করে তাদের নিয়ে কিছু লেখালেখি করা।  অনেকে শিক্ষক দিবস উপলক্ষে ফেসবুকে শিক্ষক দিবস স্ট্যাটাস শেয়ার করে থাক।  আবার অনেকে শিক্ষক দিবস কবিতা খুঁজে থাকেন।  তাই এখন আমরা আপনাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষক দিবস কবিতা শেয়ার করেছি।  আশা করি এখানে দেওয়া সকল কবিতা গুলো আপনাদের অনেক ভাল লাগবে।

আরও দেখুনঃজাতীয় শিক্ষক দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি ও বাণী

শিক্ষার জগতে জাগিয়েছে যারা নতুন আশা
বাবামায়ের পর তারাই শিক্ষক নামে আর এক ভালোবাসা

তারা দেখিয়েছে স্বপ্ন
শিখিয়েছে প্রকৃত মানুষ হতে
সবার চোখে সম্মানে তারা রয়েছে অনেক উঁচুতে

তারা বন্ধু হয়ে রয়েছে পাশে রোজ
পেয়েছি হাজারো জ্ঞান আর সঠিক পথের খোঁজ

প্রিয় শিক্ষক
আপনার কাছে থাকবো আমি সর্বদা ছোটো হয়ে
একটু প্রণাম জানাতে চাই আপনার দু পা ছুঁয়ে।

শিক্ষক দিবসের ছোটদের কবিতা

এখানে আমরা ছোটদের জন্য খুবই মিষ্টি একটি শিক্ষক দিবসের কবিতা শেয়ার করেছি।  যারা প্রাইমারি লেভেলের শিক্ষার্থী আছে তাদের জন্য এ কবিতাটি অনেক সুন্দর।

শিক্ষাগুরু তোমরাই সমাজের আদর্শ
শিক্ষাব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্পর্শ
তোমরাই অন্ধকার জগতের আলো
তোমাদের দ্বারাই বুঝি মন্দ ভালো
অগ্রগতির পথের তোমরাই সংগ্রামী
আমরা সেই পথের শুধুই অনুগামী
পরিবারের পড়ে তোমরাই সুচিন্তক
তোমাদের কৃপায় আমরা হই সার্থক।

আরও দেখুনঃজাতীয় শিক্ষক দিবস ২০২১ স্ট্যাটাস, উক্তি ও বাণী

শিক্ষকের প্রতি শ্রদ্ধা কবিতা

শিক্ষার জ্যোতি মোদের জীবনের সার
এই জ্যোতির দিব্য আভায় হয় জীবনের উদ্ধার
শিক্ষা বিনা এ জীবন মূর্ছিত পুষ্প-শতদল
যার সান্নিধ্যে ভেড়েনা কভু ভ্রমরেরও দল
শিক্ষাগুরু তুমি মোর দিয়েছো হাতে খরি
পূর্ণনিষ্ঠার সহিত আমি তোমার চরণ স্পর্শ করি
জাতির মেরুদণ্ড তুমি মানুষ গড়ার কারিগর
তোমার জ্ঞানের আলোকপ্রভায় নষ্ট হয় বিকার
জ্ঞানের সাগর তুমি শিক্ষাগুরু মোর
সহস্ত্রবার জানাই প্রনাম তোমায় করি করজোড়।

শিক্ষকদের সম্মানে কবিতা

সকল শিক্ষকদেরকে সম্মানের উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এই দিনে অনেকে শিক্ষকদের উদ্দেশ্যে করে অনেক কবিতা খুঁজে থাকে। তাই এখানে আমরা কয়েকটি কবিতা আপনাদের জন্য সংগ্রহ করেছি।

শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day

শিক্ষক মোদের প্রাণের গুরু
শিক্ষক মোদের প্রাণের গুরু
আর্দশের-ই প্রতীক
তার দেখানো পথে হাঁটে
ছাত্র-ছাত্রী পথিক।
শিক্ষক জ্বালান মনে প্রদীপ
প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো
অশিক্ষার আকাশে।
শিক্ষক হলেন আলোর পথের
সত্য নির্ভীক যাত্রী
অনুসরণে পথ চলে
সকল ছাত্র-ছাত্রী।
মায়ের কাছে শিশুর শিক্ষা
জন্ম থেকেই শুরু
মায়ের পরে শিক্ষক হলেন
জ্ঞানের অন্য গুরু।
একটা জাতির জন্য মঙ্গল
আদর্শবান শিক্ষক
একজন শিক্ষক হনযে জাতির
প্রতিভার-ই রক্ষক।
যেসব শিক্ষক আদর্শতায়
শিক্ষা দিতে রত
তাদের দেখলে হয়যে আমার
শ্রদ্ধায় মাতা নত।
শিক্ষক সকল ন্যস্ত থাকেন
জ্ঞান ছড়ানোর চাষে
সম্মান করলে শিক্ষকদেরকে
সাফল্যতা আসে।
শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
শিক্ষার অতি সুজন
শিক্ষকরাই করেন একেকজন
উকিল ডাক্তার সৃজন।

টিচার ডে কবিতা

প্রাণের গুরু শিক্ষাগুরু আদর্শেরই প্রতীক
তাঁদের দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী পথিক
শিক্ষক হলেন জ্ঞানের আলোর সত্যপথের যাত্রী
তাঁদের করে অনুসরণ সকল ছাত্রছাত্রী

মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু
মায়ের পরেই শিক্ষক হলেন জ্ঞানের অন্য গুরু

শিক্ষকেরা ব্যস্ত থাকেন জ্ঞান ছড়ানোর চাষে
মান্য করলে শিক্ষকদের সাফল্যতা আসে
সমস্যারও সমাধান পাই শিক্ষাগুরুর থেকে
অনুপ্রাণিত হইযে মোরা তাদের শিক্ষা দেখে

বাবার মতো স্নেহ-মায়া দেয় যে শিক্ষাগুরু
তাঁদের থেকে শিক্ষা নিয়ে জীবন হয় শুরু

শিক্ষক হলেন প্রিয় মোদের যায় কি তাদের ভুলে
তাঁদের মতো মহান মানুষ নেইকো শিক্ষাকুলে।

আরও দেখুনঃ শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day

শিক্ষক দিবসের ছোট কবিতা

আপনি যদি  শিক্ষক দিবসের ছোট কবিতা খুঁজে থাকেন  তাহলে এখানে আপনারা কাঙ্খিত শিক্ষক দিবস উপলক্ষে ছোট কবিতা খুঁজে পাবেন।   পোস্ট এর এই অংশে আমরা আপনাদের জন্য খুব মিষ্টি মিষ্টি শিক্ষক দিবসের কবিতা শেয়ার করেছে।

 
       অপরাজেয় বীর
শিক্ষক আমি আলোর পথের নির্ভীক অভিযাত্রী,
আমার অনুসরণ করে, সকল ছাত্র-ছাত্রী।
পরিবারে শিশুর শিক্ষা জন্ম হতে শুরু,
শিক্ষক হলেন জ্ঞানের আলো বিতরনের গুরু।
জাতির জন্য কল্যাণকর আদর্শবান শিক্ষক,
শিক্ষক আমি আদর্শ ও নৈতিকতার রক্ষক।
শিক্ষক আমি আদর্শ আর নৈতিক শিক্ষায় রত,
শ্রদ্ধা জানাই বিশ্ববাসীর শিক্ষক আছেন যত।
শিক্ষক আমি ব্যাস্ত থাকি জ্ঞান বিজ্ঞান চাষে,
শিক্ষকগনকে সম্মান দিলে সাফলতা আসে।
পরিবর্তিত শিক্ষার ক্ষেত্রে বদলে গেছে শিক্ষা,
নতুন জ্ঞান অর্জন কর, এই হোক মোদের দীক্ষা।
শিক্ষক আমি গড়তে চাই সমৃদ্ধশালী জাতি,
মহান পেশা শিক্ষকতা আঁধার পথের বাতি।
রক্ষক যখন ভক্ষক হয়, অমর্যাদার শুরু,
শিক্ষার আলো ছড়াই মোরা, জাতি গড়ার গুরু।
বঞ্চনা ও বৈষম্যে নিমজ্জিত শিক্ষক শতশত,
দেখি তোরা বঞ্চিত করতে পারিস কতো।
অর্থ নেই সম্পদ নেই, নেই বসত ভিটা নীড়,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার অপরাজেয় বীর।

সর্বশেষ কথা

সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  আশাকরি আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি শিক্ষক দিবসের কবিতা গুলো সংগ্রহ করতে পেরেছেন।  আমরা এই পোস্টে আপনাদের জন্য শিক্ষক দিবস নিয়ে বেশ কয়েকটি কবিতা শেয়ার করেছেন।  আপনি আমাদের শিক্ষক দিবস নিয়ে এই পোস্টটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে শেয়ার করার অনুরোধ রইল।  শিক্ষক দিবস নিয়ে আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে নিচের দেওয়া লিংকে ভিজিট করতে পারেন।

আরও দেখুনঃ

২০+ শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি

জাতীয় শিক্ষক দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি ও বাণী

শিক্ষক দিবস নিয়ে সেরা উক্তি ও বাণীসমূহ (Best Teachers Day

প্রিয় শিক্ষক নিয়ে কিছু কথা ও উক্তি

বাবা দিবস নিয়ে স্ট্যাটাস [Father Day Status]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *