প্রকাশিত এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ সকল শিক্ষা বোর্ড- PDF

আজকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তিক এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশিত হয়েছে। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার রুটিন পাওয়া যাচ্ছে। এই পোস্টে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার নতুন রুটিন টি পিডিএফ ফাইলে শেয়ার করেছি। এই বছরের এস এস সি পরীক্ষা কত নাম্বারে অনুষ্ঠিত হবে এবং কোণ কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয় গুলো বিস্তারিত শেয়ার করেছি। কিভাবে এস এস সি পরীক্ষার রুটিন পিডিএফ সংগ্রহ করবো নিচে তা দেখিয়ে দিয়েছি। তো পরীক্ষার রুটিন সংগ্রহ ও এস এস সি পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

এস এস সি পরীক্ষা ২০২৩

আগামী এপ্রিল মাস থেকে এস এস সি পরীক্ষা ২০২৩ শুরু হতে যাচ্ছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা পড়াশুনার জন্য যথেষ্ট সময় পেয়েছে। যার কারণে এই বছরের এস এস সি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে সকল বিষয়ের পরীক্ষা গুলো নিয়মিত ভাবে অনুষ্ঠিত হবে। সকল বিভাগের জন্য এস এস সি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এই রুটিন টি সকল বিভাগের জন্য প্রযোজ্য হবে। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী প্রত্যেক বোর্ডের জন্য আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করা হবে।

২০২৩ সালের এস এস সি পরীক্ষা কবে শুরু হবে

আগামী এপ্রিল মাসের শেষের দিকে এস এস সি ও সমমান বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সকল বোর্ডের জন্য রুটিন তৈরি করেছে। ইতোমধ্যে এই রুটিন টি তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। সেই রুটিন অনুযায়ী এস এস সি ২০২৩ সালের পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু হবে। একই দিনে বাংলাদশের সকল শিক্ষাবোর্ডের পরীক্ষা আরম্ভ হবে এবং এক সাথেই শেষ হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষা গুলো আলাদা আলাদা দিনে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে। বিকেলের দিকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা শেষ হবে মে মাসের ২৩ তারিখে। ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা নেওয়া হবে।

কয়টি বিষয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে?

গত সালের ও তার আগের বছরের এস এস সি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়েছিলো। যার কারণে কয়কটি বিষয় পরীক্ষা থেকে বাদ দিয়েছিলো। তবে এই বছরে সম্পূর্ণ সিলেবাসে এস এস সি পরীক্ষা নেওয়া হবে। তাই সকল বিষয়ে আলাদা আলাদা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার যে সকল বিষয়ে এস এস সি পরীক্ষা নেওয়া হবে তা দেওয়া আছে। এই তালিকা থেকে পরীক্ষার বিষয় সম্পর্কে জেনেনিন।

  • বাংলা -১ম
  • বাংলা-২য়
  • ইংরেজি -১ম
  • ইংরেজি-২য়
  • গণিত
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ইসলাম ও নৈতিক শিক্ষা
  • পদার্থবিজ্ঞান
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
  • ফিন্যান্স ও ব্যাংকিং
  • কৃষি শিক্ষা
  • রসায়ন
  • পৌরনীতি ও নাগরিকতা
  • ব্যবসায় উদ্যোগ
  • ভূগোল ও পরিবেশ
  • জীববিজ্ঞান
  • অর্থনীতি
  • বিজ্ঞান
  • উচ্চতর গণিত
  • হিসাববিজ্ঞান
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩

অবশেষে চূড়ান্ত ভাবে এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ করা হয়েছে। আপনারা এই রুটিন টি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া এই পোস্টে আমি আপনাদের জন্য অরজিনাল রুটিন টি সংগ্রহ করে দিয়েছি। এখান থেকে ২০২৩ সালের সকল শিক্ষাবোর্ডের এস এস সি পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন। নিচে থেকে পরীক্ষার রুটিন টি দেখেনিন।

বিষয় ও সময়  সকাল ১০ টা থেকে ১.০০ টা পর্যন্তবিষয় কোডতারিখ ও বার
বাংলা -১ম১০১৩০ এপ্রিল ২০২৩ (রবিবার)
বাংলা-২য়১০২০২ মে ২০২৩ (মঙ্গলবার)
ইংরেজি -১ম১০৭০৩ মে ২০২৩ (বুধবার)
ইংরেজি-২য়১০৮০৭ মে ২০২৩ (রবিবার)
গণিত১০৯০৯ মে ২০২৩ (মঙ্গলবার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি১৫৮১০ মে ২০২৩ (বুধবার)
ইসলাম ও নৈতিক শিক্ষা১১১১১ মে ২০২৩ (বৃহস্পতিবার)
পদার্থবিজ্ঞান১৩৬১৪ মে ২০২৩ (রবিবার)
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা১৫২১৪ মে ২০২৩ (রবিবার)
ফিন্যান্স ও ব্যাংকিং১৫২১৪ মে ২০২৩ (রবিবার)
কৃষি শিক্ষা১৩৪১৫ মে ২০২৩ (সোমবার)
রসায়ন১৩৭১৬ মে ২০২৩ (মঙ্গলবার)
পৌরনীতি ও নাগরিকতা১৪০১৬ মে ২০২৩ (মঙ্গলবার)
ব্যবসায় উদ্যোগ১৪৩১৬ মে ২০২৩ (মঙ্গলবার)
ভূগোল ও পরিবেশ১১০১৭ মে ২০২৩ (বুধবার)
জীববিজ্ঞান১৩৮১৮ মে ২০২৩ (বৃহস্পতিবার)
অর্থনীতি১৪০১৮ মে ২০২৩ (বৃহস্পতিবার)
বিজ্ঞান১২৭২১ মে ২০২৩ (রবিবার)
উচ্চতর গণিত১২৬২১ মে ২০২৩ (রবিবার)
হিসাববিজ্ঞান১৪৬২২ মে ২০২৩ (সোমবার)
বাংলাদেশ ও বিশ্বপরিচয়১৫০২৩ মে ২০২৩ (মঙ্গলবার)

২০২৩ সালের এস এস সি পরীক্ষার রুটিন পিডিএফ

এখানে ২০২৩ সালের ssc পরীক্ষার রুটিন পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার রুটিন টি এক সাথে সংগ্রহ করতে পারবেন। এই রুটিনের উপর ভিত্তি করে ssc ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচে থেকে পরীক্ষার রুটিন টি পিডিএফ ফাইলে সংগ্রহ করেনিন।

এস-এস-সি-পরীক্ষার-রুটিন-২০২৩

 

এস-এস-সি-পরীক্ষার-রুটিন-২০২৩

শেষ কথা

এই পোস্টে বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তিক প্রকাশিত এস এস সি পরীক্ষার রুটিন শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। এস এস সি পরীক্ষার সাজেশন ও  প্রশ্নের সমাধান নিয়ে এই ওয়েবসাইটে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

প্রকাশিত দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ পিডিএফ সংগ্রহ (সকল বোর্ড)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *