আসসালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। পোস্ট টি হচ্ছে আপনার মনের ভিতর লুকিয়ে রাখা ভালোবাসার কথাটি আপনার পছন্দের মানুষটাকে কিভাবে জানাবেন। আপনি যদি চান তাহলে আপনার ভালবাসার মানুষকে কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন।
তাই আমরা আজকের এই পোস্টের মাধ্যমে প্রপোজ করার কিছু রোমান্টিক কবিতা শেয়ার করব। এখানে কবিতা শেয়ার করার পাশাপাশি প্রপোজ করার মেসেজ গুলো শেয়ার করা হবে। যা আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে এভাবে প্রোপোজ করতে পারেন তাহলে অবশ্যই সে আপনার ডাকে সাড়া দিবে। এই পোস্টে আমরা খুবই সুন্দর সুন্দর প্রপোজ করার কবিতা ও কিছু মিষ্টি কথা শেয়ার করেছেন। এখানে সকল প্রকার কবিতাগুলো আপনাদের জন্য আমরা ফ্রিতে সংগ্রহ করেছি এবং আপনি চাইলে সব কবিতাগুলো কপি করে আপনার ভালোবাসার মানুষকে পাঠাতে পারেন। আশাকরি আপনার ভালোবাসার মানুষটি সকল কবিতা গুলো পছন্দ করবে।
প্রপোজ করার কবিতা
আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার ভালোলাগার মানুষটিকে প্রপোজ করবেন তাহলে আজকের এই পোস্টে আপনাকে অনেক উপকার করতে পারেন। পোষ্টের এই অংশে আমরা প্রপোজ করার কিছু রোমান্টিক কবিতা শেয়ার করেছি। আপনি চাইলে এসকল কবিতার মাধ্যমে আপনার প্রেমিকাকে প্রপোজ করতে পারেন। চলুন কিছু রোমান্টিক প্রপোজ করার কবিতা দেখিনি।
ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য ।
শিশির ভেজা ফুলের মত পবিত্র ।
কিন্তু সময়ের কাছে পরাজিত ।
বাস্তবতার কাছে অবহেলিত ।
ভালবাসা মানে একজনের প্রতি আকর্ষণ
যাকে সে নিজের সুখে-দুঃখে
পাশে রাখতে চায়
ভালবাসা মানে তার কাছ থেকে কিছু
আশা করা নয় ..বরং ভালবাসা মানে
যেকোন মূল্যে তাকেই সবকিছু দেওয়া
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ফুলের মত পবিত্র. কিন্তু
সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত.!
যদি মন কাঁদে আমি আসবো বরষা হয়ে,
যদি মন হাসে আসবো চাঁদ হয়ে,
যদি মন উড়ে, আমি আসবো পাখি হয়ে,
যদি মন খোঁজে আমি আসবো…
খুজেই দেখনা !!!
তুমি আকাশের ওই নীল
আমি মেঘে মেঘে স্বপ্নিল,
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবাসো,
তুমি মনের আলপনা
তুমি সেই প্রিয় কল্পনা…
তুমি ছুঁয়ে দিলে এই মন…
আমি উড়বো আজীবন ।
ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা
একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে
দেয় আর নতুন আনন্দে নিজেকে
খুশি রাখতে সাহায্য করে
ভালবাসা মানে একজনের সব দোষগুলো
জেনে যাওয়া এবং সেগুলোর জন্যে
তাকে আরো বেশী করে ভালবাসা
হৃদয়ের ভাষা বুঝা বড় দায়,
ভুল করে কেউ প্রেমে পড়ে যায়,
যদিও এই কথা মিথ্যে নয়,
ভালোলাগা শেষে ভালোবাসা হয় ।
তবুও ভালোলাগা আর ভালোবাসা এক নয় ।
হ্যাপি প্রপোজ ডে মেসেজ, কবিতা, ফেসবুক স্ট্যাটাস, এস এম এস এবং পিকচার
মেয়ে পটানোর মিষ্টি কথা
আপনি যদি খুব সহজেই কোন মেয়েকে আপনার প্রেমে ফেলতে চান তাহলে অবশ্যই তাকে সর্বদা হাসিখুশি রাখার আপনার দায়িত্ব। তাই আমরা আজকের এই পোস্টে কিছু মেয়ে পটানোর মিষ্টি কথা শেয়ার করব। আপনি যদি মেয়েদের সাথে এসকল মিষ্টি কথা শেয়ার করেন তাহলে অবশ্যই সেই মেয়েটি আপনাকে অনেক পছন্দ করবে। তাহলে চলুন মেয়ে পটানোর মিষ্টি কথা কি নিচের অংশ হতে জেনে নেই।
শিশির ভেজা ফুলের মত পবিত্র ।
কিন্তু সময়ের কাছে পরাজিত ।
বাস্তবতার কাছে অবহেলিত ।ভালবাসা মানে তার কাছ থেকে কিছু
আশা করা নয় ..বরং ভালবাসা মানে
যেকোন মূল্যে তাকেই সবকিছু দেওয়া
গরুতে করে হাল চাষ, ছাগলে করে নষ্ট।
অসতে করে খারাপ কাজ, সতে পায় কষ্ট।
ছাগলের মুখ মানেনা বাধা, মানেনা কোনো নিষেধ
সে করবে পরের ক্ষতি, এটাই তার বিবেক
দিন যায় দিন আসে, সময়ের স্রােতে ভেসে,
কেউ কাদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার
জীবনের চেয়ে বেশি ভালোবাসে
ভালবাসা মানে একজনের প্রতি আকর্ষণ
যাকে সে নিজের সুখে-দুঃখে
পাশে রাখতে চায়
ভালবাসা মানে একজনের সব দোষগুলো
জেনে যাওয়া এবং সেগুলোর জন্যে
তাকে আরো বেশী করে ভালবাসা
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ফুলের মত পবিত্র. কিন্তু
সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত.!
চোখে আছে কাজল, কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে সত্যি আমি…ভালোবাসি
যদি দেখা না হয় ভেবোনা দুরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভুলে গেছি
যদি না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি
গরুতে করে হাল চাষ, ছাগলে করে নষ্ট।
অসতে করে খারাপ কাজ, সতে পায় কষ্ট।
ছাগলের মুখ মানেনা বাধা, মানেনা কোনো নিষেধ
সে করবে পরের ক্ষতি, এটাই তার বিবেক
ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা
একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে
দেয় আর নতুন আনন্দে নিজেকে
খুশি রাখতে সাহায্য করে
প্রপোজ করার মেসেজ
আপনি যদি কোন মেয়েকে পছন্দ করে থাকেন এবং তাকে আপনার নিজের মনের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করে থাকেন। তাহলে আপনাকে অবশ্যই তাকে প্রপোজ করতে হবে। আপনি চাইলে মেসেজের মাধ্যমে তাকে প্রপোজ করতে পারেন। তাই আমরা এখানে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রপোজ করার মেসেজ সংগ্রহ করেছি। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটি মেসেজ সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে আপনার ভালোলাগার মানুষকে পাঠিয়ে তাকে প্রপোজ করতে পারেন।
ভালোবাসা কি জানিনা ,
তাই কাউকে ভালবাসিনা.
প্রপোজ করতে পারিনাতাই কাউকে করিনা।
শুধু ১টি অপেক্ষায় আছি,
কখন কেউ বলবে এসে –
আমি তোমায় ভালবাসি !
টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে!
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে।
7 সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে !!
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাটি লাইফ.
যে জন সৃষ্টি করেছে তোমায়,
আমিও সৃষ্টি তার।
তবু কেনো তোমার সাথে ব্যবধান আমার।
আমারো তো মন আছে, আছে ভালবাসা।
আমারো তো থাকতে পারে, তোমায় পাবার আশা।!!
কাউকে সীমাহীন ভালোবাসলে,
তা কখনও ফুরাইয়া না–
কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই–
তা কখনও ফুরাইয়া না!
তা শুধু বেড়ে যায় !!
শেষ কথা
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। পোষ্টে দেওয়া প্রপোজ করার কবিতাগুলো আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পোস্ট করা হয়েছে। সকল প্রবেশ করার কবিতাগুলো আপনার প্রেমিকা অথবা ভালোলাগা মানুষটাকে এসএমএস করে পাঠিয়ে দিন। আশা করি আপনার ভালোবাসার মানুষটি সকল কবিতা গুলো পছন্দ করবে এবং আপনার ভালোবাসার ডাকে সাড়া দিবে। আজকের পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
হ্যাপি প্রপোজ ডে মেসেজ, কবিতা, ফেসবুক স্ট্যাটাস, এস এম এস এবং পিকচার
স্ত্রীকে খুশি করার রোমান্টিক মেসেজ ও উপায়
ভালোবাসার রোমান্টিক কবিতা সংগ্রহ ২০২২
খুব সহজে মেয়েদের প্রেমে ফেলার উপায় জেনে নিন
তোমার এই যেন ভালোবাসিয়াছি
শত কথায় শতবার
নিয়েছি যে তোমার মায়া
জানি চিরকাল ধরে থাকবে মুগ্ধ হৃদয় থাকিবে জনমে জনমে
যুগে যুগে অবিরাম