আজকের পোষ্টে আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রেমিকার জন্য রোমান্টিক কথা এবং প্রেমিকাকে নিয়ে কিছু কবিতা শেয়ার করব। এসকল রোমান্টিক কথা এবং কবিতা আপনার প্রেমিকাকে শোনাতে পারেন। এতে করে আপনার প্রেমিকা আপনার প্রতি অনেক ইমপ্রেস হবে এবং দুর্বল হয়ে পড়বে।
আপনি যদি প্রেমিকাকে পটানোর জন্য ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে প্রেমিকার জন্য রোমান্টিক কথা এবং প্রেমিকাকে নিয়ে কবিতা লিখতে পারেন। আমাদের আজকের এই পোস্টে আমরা প্রেমিকার জন্য রোমান্টিক কথা এবং কবিতা শেয়ার করব। আপনি চাইলে এখান থেকে প্রেমিকার জন্য রোমান্টিক কথা ও প্রেমিকার সৌন্দর্য নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে আপনার প্রেমিকাকে পাঠিয়ে দিতে পারেন।
প্রেমিকার জন্য রোমান্টিক কথা
আপনার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য তাকে উদ্দেশ্য করে কিছু রোমান্টিক কথাবার্তা বলতে পারেন। আপনি যদি প্রেমিকার জন্য রোমান্টিক কথা বুঝে থাকেন তাহলে আমরা এ বিষয়ে আপনাকে হেলপ করতে পারি। হোস্টেল এই অংশে আমরা প্রেমিকার জন্য রোমান্টিক কথা এবং উক্তি শেয়ার করব। এসকল রোমান্টিক কথা এবং উক্তি গুলো আপনার প্রেমিকা অনেক পছন্দ করবে।
প্রেমিকার জন্য কবিতা
প্রেমিকাকে পটানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে তাকে নিয়ে ছোট ছোট কবিতা আবৃতি করা। আপনারা যদি প্রেমিকের জন্য কবিতা খুঁজে রাখেন তাহলে এখানে সকল কবিতা গুলো পেয়ে যাবেন। আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু প্রেমিকার জন্য কবিতা সংগ্রহ করেছি। সকল কবিতা গুলো নিচের অংশ থেকে সংগ্রহ করুন।
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল.
কখনো সাজে না, কাজলও পরে না,
তবু রূপেরই বাহার।
নারী তুমি
আমার হৃদপিন্ডের একটি মহাখন্ড
তুমিহীনা এই জীবন যেন মহাপ্রলয়ের লন্ড-ভন্ড
তুমি লজ্জাবতীর লাজ, ফুলশয্যার সাজ, তুমি ধ্রুবতারার আলো
কোটি নক্ষত্রের মাঝে তুমিই শুধু আমার হৃদয়ে সুখের প্রদীপ জ্বালো।
রূপের চেয়ে মন সুন্দর করা ভালো
রূপের নয় মনের সৌন্দর্যে গর্বিত হওয়া ভালো
রূপচর্চা ছেড়ে মনচর্চা করা ভালো
কেননা রূপ নয় মন সারাজীবন থাকবে
নারী তোমার
আকুল মায়া লুকিয়ে আছে মোর হৃদয় তলে
নারী তোমার মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে,
জানিনা, কিসের দহনে, কিসের বিরহে জ্বলে পুড়ে হই ছাই
স্বপ্নের রঙ্গে সাঁজিয়েছি বাসর, তুমি যে হেথায় নাই।
আসল সৌন্দর্য শরীরে নয়,
কথা আর কাজের মধ্যেই লুকিয়ে থাকে।
সাদা তো মুলোও হয়,
ক’জন আর খায় বলো?
আরও দেখুনঃ প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ ও বার্তা
প্রেমিকা নিয়ে উক্তি
অবশ্যই আপনার প্রেমিকাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে হলে প্রেমিকাকে নিয়ে কিছু রোমান্টিক উক্তি শেয়ার করবেন। তাকে নিয়ে পার্কে ঘুরতে গেলে অবশ্যই তার পাশে বসে তাকে নিয়ে কিছু উক্তি শেয়ার করুন দেখবেন সে অনেক খুশি হবে। আপনি যদি প্রেমিকা নিয়ে উক্তি খুঁজে থাকেন তাহলে এখন আমরা আপনাদের জন্য এসকল মুক্তি শেয়ার করব।
১.সৌন্দর্য কোনো মুখে নয় সৌন্দর্য এক আলো
যা তোমার অন্তরে রয়েছে
২.বাহ্যিক সৌন্দর্য আকর্ষণ করে
অভ্যন্তরীণ সৌন্দর্য মনোমুগ্ধ করে
৩.সৌন্দর্য হলো সুখের প্রতিচ্ছবি
যা তোমার মাঝে রয়েছে
৪.দৃশ্যমান সৌন্দর্যে যা আমাদের আনন্দিত করে কিন্তু তোমার অদৃশ্য সৌন্দর্য আমাকে পাগলপ্রায় করে দেয়।
৫.আমার ভবিষ্যত তুমি
যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী।”
৬.তোমার সৌন্দর্য অভ্যন্তরে কেমন অনুভূত হয় এবং যা সবসময় আমার চোখে প্রতিবিম্বিত হয়।
৭.তোমার সৌন্দর্য সব সময় আমার চোখে থাকে।”
৮.তোমার সৌন্দর্য একটি অমৃত যা আমাকে বার বার মুগ্ধ করে তোলে।”
৯.যা তোমার চোখে সুন্দর তা ভাল এবং যে ভাল সে শীঘ্রই সুন্দর হবে।”
১০।তোমার সৌন্দর্য হল আমার কাছে আয়নায় দেখতে থাকা চিরন্তন।”
১১.কিছু লোক, তারা যতই বৃদ্ধ হোক না কেন, তাদের সৌন্দর্য কখনই হারায় না – তারা কেবল এটি তাদের মুখ থেকে তাদের হৃদয়ে স্থানান্তর করে।”
১২.তোমাটনসুন্দর চোখের জন্য বার বার তোমার প্রেমে পড়তে রাজি আছি।
১৩.প্রিয় তোমার অভ্যন্তরীণ, আধ্যাত্মিক সৌন্দর্যের যত্ন নিও
এটি তোমার চেহারায় প্রতিফলিত হবে।”
১৪.তোমার বাহ্যিক সৌন্দর্য একটি উপহার। আর তোমার অভ্যন্তরীণ সৌন্দর্য একটি অর্জন।”
১৫.সৌন্দর্য প্রকৃতি থেকে একটি ইজারা
যা তোমার মাঝে আমি দেখতে পাই।
প্রেমিকাকে নিয়ে কবিতা
সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে নিয়ে কবিতা লিখতে পারেন তাহলে আপনার প্রেমিকা আপনার উপর অনেক সন্তুষ্ট হবে। আপনার যদি প্রেমিকাকে নিয়ে কবিতা লিখতে কোন অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আমরা আপনাকে এ বিষয়ে সাহায্য করবো। এখন আমরা আপনাদের জন্য কিছু বাছাইকৃত খুব সুন্দর সুন্দর প্রেমিকাকে নিয়ে কবিতা শেয়ার করব।
কবিতা (০১)
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”
কবিতা (০২)
দুটি মেয়ের মাঝখানে দাড়িয়ে ছিল রুমা,
হাত ছিল তার কানের কাছে আকাশী রঙ্গের জামা।
ঠোটেতে লিপস্টিক ছিল ,কানে ছিল দুল।
দক্ষিনা বাতাসে যেন উরছিল তার চুল।
অদ্ভুত এই রুপ আমায় করাই শুধু ভূল।
ডাগর ডাগর চখ যে তাহার আদো আদো হাসি।
প্রাণ খুলে বলতে চাই আমি তারে ভালোবাসি।
এই রকম রুপ কখনও দেখিনাইকো আগে।
তাইতো তারে দেখে মনে ভালোবাসা জাগে।
হাতে একটা ঘরি ছিল গলায় আইডি কার্ড।
তাকে দেখে তাজা হল আমার এই হার্ট।
ছবিটা ছিল খুবই সুন্দর ,ঠিক আমার কল্পনার মত।
ডুবে যায় তারই মাঝে দেখি সেটা যত।
শেষ কথা
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের প্রেমিকার জন্য রোমান্টিক কথা ও প্রেমিকার জন্য কবিতা নিয়ে পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই পোষ্টে দেওয়া প্রেমিকাকে ইমপ্রেস করার যে সকল উক্তি ও কবিতা শেয়ার করা হয়েছে আশা করি এসকল কবিতাগুলো আপনার প্রেমিকার অনেক ভালো লাগবে। আজকের পোস্টটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আরও দেখুনঃ
প্রেমিকাকে নতুন বছরের শুভেচ্ছা, মেসেজ, পিকচার, বার্তা, কবিতা, গান
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ ও বার্তা
ভালোবাসার রোমান্টিক কবিতা সংগ্রহ ২০২২
চুল নিয়ে রোমান্টিক কবিতা ও উক্তি
বউকে নিয়ে রোমান্টিক কবিতা, উক্তি ও স্ট্যাটাস
হুমায়ূন আহমেদ এর রোমান্টিক কবিতা ২০২২