আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা অবগত আছেন যে ইতোমধ্যেই 2021 সালের নোবেল পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাই আজকের পোস্টে আমরা আপনাদেরকে জানাবো 2021 সালের নোবেল পুরস্কার কে কে কোন বিষয়ে জিতে নিলেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নোবেল পুরস্কার থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং আপনি যদি একজন চাকুরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন ব্যাংক বা বিসিএস পরীক্ষায় নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন হয়ে থাকে।
আপনি যদি 2021 সালের নোবেল বিজয়ীদের তালিকা পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই পোস্ট হতে সংগ্রহ করতে পারবেন। নোবেল পুরস্কার ২০২১ এর পূর্ণাঙ্গ তালিকা পেতে হলে আপনাকে অবশ্যই সম্পন্ন পোস্ট টি পড়তে হবে। তাহলে চলুন আজকে 2021 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা দেখি নেই।
সুচিপত্র
নোবেল পুরস্কার ২০২১
2021 সালের নোবেল পুরস্কার টি গত 4 অক্টোবর থেকে প্রকাশ করা শুরু হয়েছে।আপনারা অবগত আছেন যে মোট ৬ টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।ইতোমধ্যে বেশ কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কার এর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা আজকের পোস্ট হতে কোন কোন বিষয়ে এবং কাকে মনোনয়ন করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানব। আপনি আরও এই পোস্ট পোস্ট হতে বিজয়ীদের পূর্ণাঙ্গ নামের তালিকা এবং তাদের ছবি সহ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন। সকল বিষয়ের নোবেল পুরস্কার বিজয়ীদের নামের তালিকা টি নিচে দেওয়া হল।
আরও দেখুনঃ এই বছর কারা কারা কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?
পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে মানাবে এবং ক্লাউস ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।
নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসি পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য।
রসায়ন নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।
চিকিৎসা শাস্ত্র নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ

ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন।
অর্থনীতি নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
সাহিত্য নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ

শান্তি নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
অত্যন্ত মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে।

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
2021 সালের নোবেল বিজয়ী তালিকা
নিচের ছোট একটি টেবিলে আমরা আপনাদের সাথে 2021 সালের যে সকল ব্যক্তিগণ নোবেল বিজয়ী হয়েছে তাদের দেশের নাম সহ কোন বিভাগে নোবেল পেলেন তা নিয়ে বিস্তারিত ভাবে শেয়ার করা হয়েছে। আশা করি নিচের টেবিল থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটি অনেক উপকারে আসবে।
বিভাগ | প্রাপকদের নাম | যে দেশের বাসিন্দা |
পদার্থ বিজ্ঞান | সাইকুরো মানাবে | জাপান |
ক্লাউস হাসেলম্যান | জার্মানি | |
জর্জিও পারিসি | ইতালি | |
রসায়ন | ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান | স্কটল্যান্ড |
বেঞ্জামিন লিস্ট | জার্মানি | |
সাহিত্য | আব্দুলরজাক গুরনাহ | তানজানিয়া |
শান্তি | দমিত্রি মুরাতভ | রাশিয়া |
মারিয়া রেসা | ফিলিপিন্স | |
চিকিৎসা | ডেভিড জুলিয়াস | মার্কিন যুক্তরাষ্ট্র |
আর্দেম পাতাপাউসিয়ান | মার্কিন যুক্তরাষ্ট্র | |
অর্থনীতি | ডেভিড এডওয়ার্ড কার্ড | মার্কিন যুক্তরাষ্ট্র |
গুইডো উইলহেলমাস | মার্কিন যুক্তরাষ্ট্র | |
জোশুয়া ডেভিড অ্যাংরিস্ট | মার্কিন যুক্তরাষ্ট্র |
নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
নোবেল পুরষ্কার অন্তান্ত মূল্যবান একটি পুরষ্কার। অনেকে জানতে চেয়েছেন যে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? মূলত দুটি দেশ থেকে এই নোবেল পুরষ্কার প্রদান করা হয়। তার মধ্যে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারটি নরওয়ের আসলো থেকে দেয়া হয় আর বাকিগুলো প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে।
আরও দেখুনঃ এই বছর কারা কারা কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?
কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়?
মোট ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, অর্থনীতি এবং শান্তি। ১৯০১ সাল থেকে নোবেলপুরস্কার প্রদান করা শুরু হয়েছে, কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে আলফ্রেড নোবেল তার উইলে অর্থনীতির কথা উল্লেখ করেননি।
নোবেল পুরষ্কার এর দাম কত?
শেষ কথা
সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদের .২০২১ সালের নোবেল পুরস্কারের তালিকা করার চেষ্টা করেছি। আশাকরি আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি .২০২১ সালে যারা নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তাদের নাম সহ ছবি এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পেরেছেন। আপনি যদি পোস্টটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে শেয়ার করার অনুরোধ রইল। এখনো কিছু বিষয় এর নোবেল পুরস্কার 2021 এর নাম ঘোষণা করা হয়নি। নাম ঘোষণা করার সাথে সাথে আমাদের এই পোস্টে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।
আরও দেখুনঃ
এই বছর কারা কারা কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?