বাংলাদেশে অনেক গুলো জাতীয় দিবস আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ১৭ই মার্চ। শিশুদের কে নিয়ে আজকের এই দিন টি। আজকের এই দিনে ১৭ই মার্চ কে জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকের এই পোস্টে ১৭ ই মার্চ কি দিবস, কেনো এই দিন টি কে জাতীয় দিবস বলা হয় এ সম্পর্কে আলোচনা করেছি। সেই সাথে ১৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। তো যারা ১৭ মার্চ বা জাতীয় শিশু দিবস সম্পর্কে জানতে চান, তারা আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
বিশ্ব শিশু দিবস কবে
সারা বিশ্বে একই দিনে শিশু দিবস পালন করা হয়। এর পাশা-পাশি বাংলাদেশেও প্রতিবছর জাতিয় শিশু দিবস পালন করেছে। বিশ্ব শিশু দিবস সকল দেশেই পালিত হচ্ছে। এই দিবস পালনের ক্ষেত্রে সময়, তারিখ ও মাসের মধ্যে অমিল দেখায় যায়। এক এক দেশে এক এক দিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়। জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালনের জন্যে ঘোষণা করেছিল। ভারতেও ২০ নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হত। এর পর থেকে প্রতিবছর ১৪ নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
বাহামা দ্বীপপুঞ্জ জানুয়ারির ১ম শুক্রবারে শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে ১৭ই মার্চ এই দিবস টি উদযাপন করতে দেখা যায়। আরও অনেক প্রতেবেশি দেশ আছে, যারা ভিন্ন ভিন্ন মাসে শিশুদের উদ্দেশ্য প্রতি বছর শিশু দিবস পালন করতেছেন। নিচে বিভিন্ন দেশের শিশু দিবস পালনের তারিখ বিস্তারিত দেওয়া আছে দেখুন।
জানুয়ারি ১১- তিউনিসিয়া
জানুয়ারির দ্বিতীয় শনিবার- থাইল্যান্ড
ফেব্রুয়ারি দ্বিতীয় রবিবার
কুক দ্বীপপুঞ্জ
নাউরু
নিউই
টোকেলাউ
কেইম্যান দ্বীপপুঞ্জ
মার্চের প্রথম রবিবার- নিউজিল্যান্ড
চৈত্র ৩ (মার্চ ১৭)- বাংলাদেশ
এপ্রিল ৪
হংকং
তাইওয়ান
এপ্রিল ৫- ফিলিস্তিনী অঞ্চলসমূহ
এপ্রিল ১২- বলিভিয়া
হাইতি
এপ্রিলের শেষ শনিবার[৫]- কলম্বিয়া
এপ্রিল ২৩}
তুরস্ক
এপ্রিল ২৪
জাম্বিয়া
এপ্রিল ৩০
মেক্সিকো
মে ৫
জাপান
দক্ষিণ কোরিয়া
মে-র দ্বিতীয় রবিবার- স্পেন
মে ১০- মালদ্বীপ
মে ১৭- নরওয়ে, মে ২৭- নাইজেরিয়া
মে-র শেষ রবিবার- হাঙ্গেরি
আসেনশন উৎসব
আমেরিকান সামোয়া
ফক্ল্যান্ড দ্বীপপুঞ্জ
সলোমন দ্বীপপুঞ্জ
বিশ্ব শিশু দিবস কবে
জুন ১
আলবেনিয়া
অ্যাঙ্গোলা
আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
বেনিন
বুলগেরিয়া
বসনিয়া ও হার্জেগোভিনা
গণচীন
কম্বোডিয়া
চেক প্রজাতন্ত্র
পূর্ব তিমুর
ইকুয়েডর
ইস্তোনিয়া
ইথিওপিয়া
জর্জিয়া (রাষ্ট্র)
গিনি-বিসাউ
কাজাখস্তান
কসোভো
কিরগিজিস্তান
লাওস
লাতভিয়া
লেবানন
লিথুয়ানিয়া
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র
মাকাও
মলদোভা
মঙ্গোলিয়া
মন্টিনিগ্রো
মোজাম্বিক
মায়ানমার
নিকারাগুয়া
পোল্যান্ড
পর্তুগাল
রোমানিয়া
রাশিয়া
সাঁউ তুমি ও প্রিন্সিপি
সার্বিয়া
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
তাজিকিস্তান
তানজানিয়া
তুর্কমেনিস্তান
ইউক্রেন
উজবেকিস্তান
ভিয়েতনাম
ইয়েমেন
জুন ২- উত্তর কোরিয়া
জুনের দ্বিতীয় রবিবার- মার্কিন যুক্তরাষ্ট্র
জুলাই ১- পাকিস্তান
জুলাইর তৃতীয় রবিবার
কিউবা
পানামা
ভেনেজুয়েলা
জুলাই ২৩- ইন্দোনেশিয়া
জুলাই ২৪- ভানুয়াটু
আগস্টের প্রথম রবিবার- উরুগুয়ে
আগস্টের দ্বিতীয় রবিবার- আর্জেন্টিনা
আগস্ট ১৬- প্যারাগুয়ে
আগস্টের তৃতীয় রবিবার- পেরু
সেপ্টেম্বর ৯- কোস্টা রিকা
সেপ্টেম্বর ১০- হন্ডুরাস, সেপ্টেম্বর ১৪- নেপাল, সেপ্টেম্বর ২০- জার্মানি
অক্টোবর ১
এল সালভাদোর
গুয়াতেমালা
শ্রীলঙ্কা
অক্টোবরের প্রথম শুক্রবার- সিঙ্গাপুর
অক্টোবরের প্রথম বুধবার (স্বীকৃতি এবং সাক্ষাৎ)
আগস্টের দ্বিতীয় রবিবার (উদ্যাপন)- চিলি
অক্টোবর ৮- ইরান
অক্টোবর ১২- ব্রাজিল
নভেম্বর ১৪- ভারত
অক্টোবরের ৪র্থ শনিবার
অস্ট্রেলিয়া
মালয়েশিয়া
নভেম্বরের প্রথম শনিবার- দক্ষিণ আফ্রিকা
নভেম্বর ১১- ক্রোয়েশিয়া
নভেম্বর ২০
আরব লীগ আরব বিশ্ব
আজারবাইজান
কানাডা
ক্রোয়েশিয়া
মিশর
ইথিওপিয়া
ফিনল্যান্ড
ফ্রান্স
গ্রিস
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
ইসরায়েল
কেনিয়া
মালয়েশিয়া
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র
নেদারল্যান্ডস
ফিলিপাইন
রাশিয়া
সার্বিয়া
স্লোভেনিয়া
দক্ষিণ আফ্রিকা
স্পেন
সুইডেন
সুইজারল্যান্ড
সংযুক্ত আরব আমিরাত
ত্রিনিদাদ ও টোবাগো
ডিসেম্বর ৫- সুরিনাম
ডিসেম্বর ২৩
দক্ষিণ সুদান
সুদান
ডিসেম্বর ২৫
কঙ্গো প্রজাতন্ত্র
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
ক্যামেরুন
বিষুবীয় গিনি
গাবন
চাদ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ডিসেম্বরের শেষ শুক্রবার- ডোমিনিকা
বাংলাদেশে জাতীয় শিশু দিবস কবে
অন্যান্য দেশের পাশা-পাশি বাংলাদেশেও প্রতি বছর শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশের জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ। ১৯৭৪ সাল থেকে এই দিন টি পালন করা হয়। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাই এই দিন আরও মনোরময় করতে বঙ্গবন্ধুর জন্ম দিনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালন করা হয়।
১৭ই মার্চ কি দিবস
বাংলাদেশে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস। পৃথিবীর প্রত্যেক টি দেশেই বিশ্ব শিশু দিবস স্বীকৃতি দেওয়া হয়েছে। তেমন বাংলাদেশেও এক বিশেষ দিনে এই দিন টি উদযাপনের আদেশ আছে। ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালন করা হতো। পৃথিবীর অন্যান্য দেশে এক এক সময় মেনে এই দিনটি উদযাপন করা হয়। মূলত বঙ্গবন্ধুর জন্ম দিন আজকের জাতীয় শিশু দিবস পালন করা হয়।
জাতীয় শিশু দিবস কেনো পালন করা হয়
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক পর্যায়ে বছরে একাধিকবার বিভিন্ন নামে শিশু দিবস পালন করা হয়। জাতিসংষের ঘোষণা অনুযায়ী ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালন হয় এবং ১ই জুন আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়। বাংলাদেশে বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। তিনি যেমন দেশ কে ভালোবাসতেন, দেশের মানুষকেও ভালোবাসতেন। এছাড়া ছোটদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। তাই ১৭ই মার্চ বাংলাদেশে শিশু দিবস ঘোষণা করা হয়। এজন্য প্রতিবছর মার্চের ১৭ই তারিখে বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন কবে
আজকের এই দিন অর্থাৎ ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। এই ১৭ই মার্চ কে বঙ্গবন্ধুর জন্মদিন হিসেবে পালন করা হতো। বর্তমান সময়ে এখনো পালন করা হয়। তবে ১৭ ই মার্চ কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই আজকের এই দিন টি জাতীয় শিশু দিবস নামে পরিচিত। বলতে গেলে একই দিনে জাতীয় শিশু দিবস ও বঙ্ঘবন্ধুর জন্ম দিন পালন করা হয়।
শেষ কথা
এই পোস্টে ১৭ই মার্চ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। আসা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে বাংলাদেশের জাতীয় দিবো কবে ও বিশ্ব শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস কবে পালন করা হয় তা জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ