খুব সহজে মেয়েদের প্রেমে ফেলার উপায় জেনে নিন

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই।  আশাকরি সকলেই অনেক ভালো আছেন।  আমরা আপনাদের মাঝে আজকে একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি।  আমাদের মধ্যে অনেকেই অনেক দিন যাবত প্রেম করতে চান কিন্তু প্রেম করার জন্য কোন মেয়ে খুঁজে পান না।  বা কোন মেয়েকে নিজের প্রেমে ফেলার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পারছেন না।  আমরা আজকের পোষ্টে আপনাদের সাথে এরকম কিছু টিপস শেয়ার করবো যা ফলো করলে আপনি অবশ্যই আপনার পছন্দের মানুষটিকে আপনার প্রেমে ফেলতে পারবেন।

 আপনি যদি সত্যিই প্রেম করতে চান এবং আপনার ভালোলাগার মানুষটিকে আপনার ভালোবাসার জালে আবদ্ধ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আজকের পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।  দয়া করে পোস্টটি দেখানোর সকল স্টেপ গুলো ফলো করুন আশা করি আপনি আপনার কাঙ্খিত মানুষটিকে আপনার প্রেমে ফেলতে পারবেন।  তো চলুন দেখে নেওয়া যাক আজকের খুব সহজে মেয়েদের প্রেমে ফেলার উপায় সমূহ। এখানে ২০ টির মত মেয়েদের প্রেমে ফেলার উপায় জানানো হবে।

মেয়েদের প্রেমে ফেলার উপায়

আপনি হয়তো কোনো নারীকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করতে চান এবং তার সাথে সংসার করতে চান।  কিন্তু অনেক কারণে আপনি তার কাছ থেকে কোনো পাত্তা পাচ্ছেন না।  তাই আপনাকে তার সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে সেই মানুষটি আপনাকে অবশ্যই পছন্দ করে এবং আপনার ডাকে সাড়া দেয়। তাই আজকের পোস্টে আমরা মেয়েদের প্রেমে ফেলার সহজ কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব।  আপনি যদি উপায় গুলো সঠিক ভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি মেয়েদেরকে প্রেমে ফেলতে পারবেন।

এখানে আমরা কিছু টিপস শেয়ার করেছি যা আপনি যদি আপনার পছন্দের মানুষের সাথে শেয়ার করেন তাহলে অবশ্যই মানুষটি আপনার প্রেমে পড়বে। দয়া করে নিচের দেখানো টিপস গুলো পড়ে দেখুন।

১। মেয়েরা রসিক ছেলেদের
বেশি পছন্দ করে। সামান্য
একটা তুচ্ছ ব্যাপার নিয়ে যেসব
ছেলেরা তামাশা করতে পারে সেইসব
ছেলেদের মেয়েরা বেশি পছন্দ
করে।

২। প্রিয় মানুষটিকে তার
দূর্বলতায় আঘাত করা যাবনা।

৩। প্রিয়তমাকে নিজের
ধনসম্পদের চেয়েও
বেশি ভালোবাসতে হবে। সকল
নারীরাই তার প্রিয়জনের নিকট
থেকে ভালোবাসা পেতে চায়।
মেয়েরা চায় তার প্রিয়
মানুষটি তার প্রতি খেয়াল রাখুক
তার প্রতি যত্নবান হোক। সব কিছুর
উর্ধ্বে দেখুক তাকে।

৪। ভালোবাসার প্রথম শর্তই হল
সততা, আপনার প্রিয় মানুষটির
নিকট সব সময় সৎ থাকুন। কোন কিছুই
তার কাছে গোপন করার
চেষ্টা করবেন না।

৫। নিজের পারিবারিক
ব্যাপারে তার
সামনে খোলামেলা আলোচনা করতে হবে।
এতে নারীরা নিজেদের
অনেকটা নিরাপত মনে করে।

৬।আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী।
সব ধরনের মেয়ারা ব্যক্তিত্ব
সম্পন্ন ও
আত্মবিশ্বাসী ছেলেদের
বেশী পছন্দ করে। প্রিয়তমার
মানসিক ও শারীরিক চাহিদার
প্রতি খেয়াল রাখুন।

৭। প্রিয়তমাকে প্রশ্ন করার মত
সুযোগ দিতে হবে। খেয়াল
রাখতে হবে সে কি জানতে চায়।

৮। আপনার মনে বেদনার ঝড়
বইতে পারে, তার জন্য
বিষয়টি সবাইকে বলে বেড়াবেন
তা নয়। প্রিয়তমাকেও আপনার
দুঃখ-কষ্ট
বুঝতে না দিয়ে হাসি খুশি থাকার
চেষ্টা করুন।

৯। আপনার
জীবনে যদি পূ্র্বে কোন প্রেম
থেকে থাকে তা প্রিয়তমাকে বলতে যাবেন
না যদি সে কখোনো জানতে না চায়।
প্রিয়তমা জানতে চাইলে তবেই
বলা যেতে পারে।

১০। মেয়েরা সবসময় পরিষ্কার-
পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ
করে। মেয়েরাও চায় তার প্রিয়
মানুষটি সব সময় ফিটফাট থাকুক।

আশা করি আপনি মেয়ে পটানোর উপায় গুলো জানতে পেরেছেন। তাই খুব সতর্কতার সাথে এসকল উপায় বল প্রয়োগ করুন এবং আপনার পছন্দের মানুষটিকে আপনার প্রেমে ফেলার চেষ্টা করুন।

মেয়ে পটানোর টেকনিক

এই পোস্টে আমরা আপনাদের সাথে কিছু মেয়ে পটানোর টেকনিক শেয়ার করব।  আপনি যদি এসকল টেকনিক ক্রয় করতে পারেন তাহলে আপনি যেকোন মেয়েকে আপনার নিজের প্রেমের জালে পাঠাতে পারবেন।  তাই আপনি যদি এসকল মেয়ে পটানোর টেকনিক জানতে চান তাহলে নিচের টেকনিকগুলো অনুসরণ করতে পারেন।

১। প্রিয়তমার সাথে কথা বলার
সময় তার শরীরের দিক
না তাকিয়ে তার চোখের
দিকে তাকিয়ে আবেগের সহিত
কথা বলুন। এতে মেয়েরা খুবই
খুশি হয়।

২। প্রেমিকার শরীরের
মোহে না পরে তার মনের গুরুত্ব
দিন। শরীর বৃত্তিয়
ভালোবাসা বেশিদিন
টিকে থাকে না। মন
থেকে ভালোবাসুন।
তাহলে দেখবেন একসময়
অনায়াসেই তার শরীর মন দু’টোই
পেয়ে যাবেন।

৩। কথার ছলে গল্প
বলা মেয়েরা খুব ভালোবাসে।
প্রিয় মানুষটির গল্পে-
স্বল্পে বিরক্ত হবেন কিন্তু।
তাহলে আপনার প্রিয়তমা কিন্তু
আপনার উপর রেগে যাবে।

৪। প্রিয়তমার পছন্দ-অপছন্দের
প্রতি খেয়াল রাখুন। তার
ভালো লাগার প্রতি গুরুত্ব দিন
এবং মন্দ লাগার বিষয়গুলোও
মাথায় রাখুন।

৫। নারীরা প্রকৃতিগত ভাবেই
কোমল। তাই প্রিয়তমার
সাথে কথা বলার সময়
কখনো কঠোর হবেন না। নরম
সুরে নারীর সাথে কথা বলুন।

৬। প্রিয়তরার সাথে অন্যকোন
নারীর তুলনা করা যাবে না।
এটি মেয়েরা মোটেও পছন্দ
করেন না।

৭। অনেকেই ভাবেন প্রেমিকার
সঙ্গে বন্ধুত্ব করা যায় না!
কথাটি মোটেও ঠিক না।
আগে বন্ধুত্ব অতঃপর প্রেম।

৮। একটা কথা আছে না,
দেখলে মায়া,
না দেখলে ছাড়া,
কাছে থাকলে পোড়ে মন
দূরে গেলে ঠনঠন। তাই যথাসম্ভব
প্রিয়জনের কাছাকাছি থাকার
চেষ্টা করুন। তাকে ঘনঘন সময়
দিতে পারলে ভালো হয়।

৯। প্রেমিকার
বিশ্বাসে কখোনো আঘাত
করবেন না। প্রিয়তমার
চিন্তা চেতনাকে সম্মান করুন।

১০। নারীরা খুব আবেগ প্রবণ।
তারা সবসময় পরিবার-পরিজন
নিয়ে থাকতে ভালোবাসে।
আপনার প্রিয় মানুষটির
পরিবারের প্রতি খেয়াল রাখুন।
ঘনঘন খোজ খবর নিন।

মেয়েরা অবশ্যই একজন দায়িত্ববান পুরুষ মানুষ পছন্দ করেন। তাই মেয়েদের সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করুন যেন মেয়েরা আপনাকে খুব সহজেই পছন্দ করে।  যদি আপনি সত্যিই কোন মেয়েকে আপনার প্রেমের জালে ফেলতে চান তাহলে উপরের দেখানো পদ্ধতি গুলো অবশ্যই অবশ্যই অনুসরণ করবেন।

শেষ কথা

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনি মেয়েদেরকে সহজে প্রেমে ফেলার পদ্ধতি গুলো জেনে নিতে পেরেছেন।  খুব সতর্কতার সাথে আজকের পোস্টটি দেখানোর উপায় গুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের মানুষটিকে আপনার প্রেমে বলতে পারবেন।  আজকের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাবেন।

আরও দেখুনঃ

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *