কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। জীব দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। কোষ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল (Cell)। বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে। সব ধরনের জীব কোষ একরকম নয়। নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে কোষ দুই প্রকার। আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ।
কোষ ও এর গঠন এটি এইচ এস সি জীব বিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে জীব কোষের গঠন, কাজ ইত্যাদি ব্যাখ্যা করা হয়েছে। কোষ কিভাবে কাজ করে এবং কোষ কেনো গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করা হয়েছে। নিচে দিকে কোষ ও এর গঠন থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। যারা পড়তে আগ্রহী তারা নিচে থেকে দেখেনিন।
কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আমাদের মানবদেহ সম্পূর্ণ কোষ দিয়ে তৈরি। মানব দেহে কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ ও এর গঠন সম্পর্কে আমাদের অনেক কিছু জানার রয়েছে। তাই আমি এই পোস্টে কোষ ও এর গঠন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো তৈরি করেছি। এই জ্ঞানমূলক প্রশ্নের গুলো অনুশীলন করার মাধ্যমে কোষ ও এর গঠন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জানতে পারবেন।
১। এক্টোপ্লাজম কাকে বলে ?
উত্তর : কোষপর্দা সংলগ্ন অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিঃ¯থ অঞ্চলকে এক্টোপ্লাজম বলে।
২। স্ট্রোমা কাকে বলে ?
উত্তর : ক্লোরোপ্লাস্টের পর্দার ভেতরে স্বচ্ছ,দানাদার,সমসত্ত্ব প্রোটিন ও স্টার্চ জাতীয় জলীয় মাধ্যমকে স্ট্রোমা বা মাতৃকা বলে।
৩। কোষ গহ্বর কাকে বলে?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে ফ্ল্্ুইপূর্ণ ও আরবণীযুক্ত যে অঙ্গানু দেখা যায় তাকে কোষ গহ্বর বলে।
৪। রাইবোজোম কী?
উত্তর: সকল প্রকার জীবকোষে ক্ষুদ্র দানাদার অসংখ্য যে অঙ্গাণু আমিষ সংশ্লেষণে নিযুক্ত থাকে তাকে রাইবোজোম বলে।
৫। কোষের সুক্ষ্ম গঠন কী?
উত্তর: কোষ ও কোষীয় অঙ্গাণুসমূহের বিশদ গঠনকে কোষের সূক্ষ্ম গঠন বলা হয়।
৬। ভেসিকল কী?
উত্তর: গলজি বডির সিস্টারনির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোই হলো ভেসিকল ।
৭। ক্রোমাটিড কাকে বলে ?
উত্তর: মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে যে দুটি খন্ডে বিভক্ত থাকে তার প্রতিটি খন্ডকে ক্রোমাটিড বলে।
৮। কোষ প্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদকোষের চতুর্দিকে জড় পদার্থ দ্বারা গটিত সীমানা নির্দেশক যে মৃত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে।
৯। এন্ডোপ্লাজমিক জালিকা কী?
উত্তর : সাধারণত নিউক্লিয়াসের পর্দা হতে উৎপন্ন হয়ে কোষ পর্দা পর্যনÍ সাইটোপ্লাজমে জালের মতো সজ্জিত সরু নালিকা বা থলে সদৃশ অঙ্গই হরো এন্ডোপ্লাজমিক জালিকা।
১০। পিট বা কূপ কাকে বলে ?
উত্তর : মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাকে পিট বা কূপ বলে।
১১। হায়ালোপ্লাজম কী?
উত্তর: সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ ছারা সেখানকার অর্ধতরল,অর্ধস্বচ্ছ,দানাদার ও সমধর্মী কলয়ডীয় পদার্থকে সাইটোপ্লাজমিক মাতৃকা বা হায়লোপ্লাজম বলে।
১২। গ্রানাম কী?
উত্তর: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে নিহিত অসংখ্য থলে সদৃশ চাকতির সমন্বয়ে গঠিত এক একটি স্তম্ভকে গ্রানাম বলে।
কোষ ও এর গঠন সংক্ষিপ্ত প্রশ্ন
১। নিউক্লিয়াস কী?
২। প্লাজমামেমব্রেন কী?
৩। কাইনেটোকোর কী?
৪। মেরিস্টেমেটিক কোষ কাকে বলে?
৫। ক্রোমাটিড কী?
৬। প্রকৃত কোষ কাকে বলে?
৭। জিনোম কী?
৮। স্ব-গ্রাস বা অটোগ্রাস কী?
৯। কোডন কী?
১০। ট্রান্সক্রিপশন কী?
১১। টনোপ্লাস্ট কী?
১২। সেন্ট্রোমিয়ার কি?
১৩। মাইসেলি কী?
১৪। পিট বা কূপ কী?
১৫। ট্রান্সক্রিপসন কী?
১৬। কোষরস বলতে কী বুঝ?
১৭। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে?
১৮। জেনেটিক RNA কী?
১৯। প্লাসমোডেসমাটা কী?
২০। একক পর্দা কী?
২১। সেন্ট্রোস্ফিয়ার কী?
২২। নিউক্লিওটাইড কাকে বলে?
২৩। জিন কী?
২৪। জেনেটিক কোড কী?
২৫। কোষ কী?
২৬। সর্বপ্রথম কে কোষ আবিষ্কার করেন?
২৭। কোষীয় অঙ্গাণু কী?
২৮। প্রোটোপ্লাজম কী?
২৯। জীবদেহের গঠন ও কাজের একক কী?
৩০। কোষের কোন অংশকে সাইটোপ্লাজম বলে?
৩১। আদি কোষ কী? [য.বো.২০১৬
৩২। স্যাটেলাইট কী?
৩৩। নিউক্লিক অ্যাসিড কী?
৩৪। স্যাট ক্রোমোসোম কাকে বলে?
৩৫। হায়ালোপ্লাজমা কী?
৩৬। সিসট্রন কী?
৩৭। পেলিকল কী?
৩৮। Flip-flop movement কী?
৩৯। RNA-কী?
৪০। থাইলাকয়েড কী?
৪১। স্ট্রোমা ল্যামেলাম কী?
৪২। ইন্টারফেজ কী?
৪৩। Genetic Code কী?
৪৪। ক্রোমাটিড কী?
৪৫। আদি কোষ কী?
কোষ ও এর গঠন অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
প্রশ্ন-২: নেউক্লিওসোম বলতে কি বোঝ?
উত্তর: Korenberg ও Thomas (১৯৭৪) এর মতে হিস্টোন প্রোটিন H3, H4 এর সাথে H2A, H2B দুঅণু করে মিলিত হয়ে একটি গোলাকার অক্টোমার গঠন করে এবং একে বেষ্টন করে ১৬৬ বেস জোড় DNA পূর্ণ দু পাকে কুন্ডলিত হয়ে একটি পুনরাবৃত্তিক একক গঠন করে যার সাথে এক অণু H1 যুক্ত হয়। এরূপ একককে নিউক্লিওসোম বলে।
১। দেহ কোষ কি?
উত্তরঃ সব কোষ কোন জীবের দেহ গঠন করে তাদেরকে দেহ কোষ বলে। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে।
মাইটোসিস পদ্ধতিতে বিভাজন এর মাধ্যমে দেহ কোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে।বিভিন্ন তন্ত্র ও অঙ্গ পতঙ্গ গঠনে দেহ কোষ অংশ নেয়।
২। মাইক্রোটিউবিউলের ভৌত গঠন লেখ।
উত্তর: প্রতি মাইক্রোটিউবিউল অত্যন্ত দীর্ঘ,সোজা,শাখাহীন ফাঁপা নালিকাবিশেষ। এদের গড় ব্যাস ২০ um এবং দৈর্ঘ্য অন্তত ৫-১০um এর মধ্যে ১৫um ব্যাসযুক্ত দীর্ঘ গহ্বর থাকে। প্রতিটি নালিকা ১৩টি করে প্রোটোফিলামেন্ট নামক সূত্র গঠিত। এগুলো সর্পিলাকারে বিন্যস্ত থাকে।
৩। জনন কোষ কি?
উত্তরঃ যেসব কোষ জীবের প্রজননে অংশগ্রহণ করে তাদেরকে ,জনন কোষ বলে। যৌন প্রজনন ও জনঃক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ এর বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়।
৪। ডিপ্লয়েড কোষ ব্যাখ্যা কর?
উত্তরঃ যে কোষের নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোসোম থাকে তাকে ডিপ্লয়েড কোষ বলে। যেমন – জাইগোট, আমাদের সকল দেহ কোষ। আমাদের জায়গাটার এবং প্রতিটি দেহকোষে ২ সেট অর্থাৎ ৪৬ টি ক্রোমোসোম থাকে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর কোষ ও এর গঠন
সৃজনশীল প্রশ্ন ১;
কোষে বিদ্যমান এক ধরনের দ্বি-সূত্রাকার উপাদান যা জীবের বংশ গতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ ধারণ ও নিয়ন্ত্রণ করে।
ক. স্পলাইসিং কী?
খ. জেনেটিক কোড বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত সূত্রাকার উপাদানের গঠন বর্ণনাকর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বস্তুটি “জীবের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে” ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে কোষ ও এর গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি
জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি