আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন। আশা করি সকল ভাল আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক স্ত্রী বিভিন্ন কারনে রাগারাগি মন খারাপ করে থাকে। এজন্য বরাবরই তাদের সংসারে অশান্তি লেগে থাকে। কিন্তু আপনি আপনার সামান্য বুদ্ধি ব্যবহার আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন। আজকের পোস্টে আমরা স্ত্রীকে খুশি করার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব।
স্ত্রীকে খুশি করার মেসেজ পাঠানোর মাধ্যমে আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ইন্টারনেটে স্ত্রীকে খুশি করার জন্য মেসেজ খুঁজে বেড়াচ্ছেন। তাই আজকের পোস্টে আমরা আপনাদের জন্য স্ত্রীকে খুশি করার মেসেজ সহ আরো কিছু টিপস শেয়ার করব। আশা করি এসব স্ত্রীকে খুশি করার মেসেজ গুলোর মাধ্যমে আপনার স্ত্রীকে খুশি রাখতে পারবেন।
স্ত্রীকে খুশি করার রোমান্টিক মেসেজ
আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য তাকে রোমান্টিক মেসেজ পাঠাতে পারেন। এখন আমরা আপনাদের আমাদের স্ত্রীকে খুশি করার রোমান্টিক মেসেজ শেয়ার করব। এখানে দেওয়া সকল মেসেজগুলো অনেক সুন্দর এবং বাছাইকৃত যা আপনার স্ত্রীকে খুশি করার জন্য যথেষ্ট। আপনি যদি স্ত্রীকে খুশি করার রোমান্টিক-মেসেজ খুঁজে থাকেন তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন।
দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।
যখন কেউ কারো জন্য কাদে,
সেটা হল আবেগ..
যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে কাদিয়ে,
নিজেও কেদে ফেলে..
সেটা হল প্রকৃত ভালোবাসা !
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো,যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..?
আরও দেখুনঃ বউকে নিয়ে রোমান্টিক কবিতা, উক্তি ও স্ট্যাটাস
স্ত্রীকে খুশি করার মেসেজ
সর্বদা আপনার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করুন। এ জন্য স্ত্রীকে খুশি করার মেসেজ পাঠাতে পারেন। এই মেসেজগুলো আপনি চাইলে মোবাইল এসএমএস এর মাধ্যমে অথবা ইমো এবং মেসেঞ্জারে পাঠাতে পারেন। এখন আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাছাইকৃত কিছু স্ত্রীকে খুশি করার মেসেজ শেয়ার করব। আশা করি এসকল মেসেজগুলো আপনার স্ত্রী অনেক পছন্দ করবে। এ সকল মেসেজ গুলো নিচের অংশ থেকে সংগ্রহ করুন।
“গাছের জীবন লতা পাতা,
মাছের জীবন পানি,
ছেলের জীবন টাকা পয়সা,
মেয়ের জীবন স্বামী।”
“ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।”
“তােমায় ভেবেই দিনের শুরু..
রাত্রিও ভাের হয়,
তুমি আছাে বলেই..
আমার ভালাে থাকা হয়।”
“এতো ভালোবাসা পেয়েছি
তোমার কাছ থেকে,
দুষ্টু এই মন চায় আরো
বেশী পেতে, কি জানি
তোমার মধ্যে কি আছে,
এই মন চায় তোমাকে
আরো বেশী কাছে পেতে।”
“চাঁদ চাই পৃথিবী,
শিশু চাই খেলনা।
আমি চাই তোমাকে,
কেন তুমি বোঝনা।”
“আমি তো হাত বাড়িয়ে
দাড়িয়ে আছি
তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা
দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায়
দিবো যা কখনো
ফিরিয়ে নেবার নয়।”
“আমি তোমাকে চাই কল্পনাতে
নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে
নয় ভালোবাসায়,
আমি তোমাকে চাই তোমার
মত করে নয়,
আমার মত করে,
আমি তোমাকে চাই
খনিকের জন্য নয়,
চিরদিনের জন্য।”
স্ত্রীকে খুশি করার উপায়
আমরা স্বামী-স্ত্রী একে সব সময় খুশি রাখতে চাই। স্ত্রীকে খুশি রাখার মাধ্যমে সংসারের সকল সুখ শান্তি বজায় থাকে। আমাদের সকলের উচিত সবসময় স্ত্রীকে খুশি রাখা। আমরা চাইলে অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের স্ত্রীর মন জয় করে নিতে পারি। এখন আমরা আপনাদের সাথে পাঁচটি উপায় শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের স্ত্রীর মন জয় করে নিতে পারবেন। তাহলে চলুন নিচের অংশ থেকে স্ত্রীকে খুশি করার উপায় জেনে নিন।
১. মানসিক শান্তি প্রদান।
২. সঙ্গিনী কে সময় দিন।
৩. স্ত্রীর প্রশংসা করুন।
৪. কাজে সহযোগিতা করুন।
৫. সর্বদা নতুন ভাবে আদর করুন।
শেষ কথা
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পোস্টটি স্ত্রীকে খুশি করার মেসেজ ও উপায় সম্পর্কিত তথ্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এই পোস্ট হতে সংগ্রহ কৃত স্ত্রীকে খুশি করার রোমান্টিক-মেসেজ আপনার এবং আপনার স্ত্রীর অবশ্যই অনেক ভালো লাগবে। আপনি যদি এরকম পোস্ট পছন্দ করে থাকেন তাহলে দয়া করে আমাদের পাশে থেকে আমাদের কে সাপোর্ট করবেন। যাতে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর পোস্ট উপহার দিতে পারি।
আরও দেখুনঃ
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস, ছন্দ, পিকচার ও এসএমএস
ভালোবাসার রোমান্টিক কবিতা সংগ্রহ ২০২২
বউকে নিয়ে রোমান্টিক কবিতা, উক্তি ও স্ট্যাটাস