সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ হচ্ছে ধর্ম মুসল্লী মুসল্লিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটি আমরা অনেক আনন্দের সাথে সবাই মিলে উদযাপন করে থাকি। আমরা আমাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের কে মোবাইলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ, ইত্যাদি পাঠিয়ে থাকে। কেননা আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার।
আবার আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফেসবুকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করে তাকে। এ ছাড়া তারা ফেসবুক ঈদের পিকচার মেসেজ ও শেয়ার করে থাকেন। এজন্য আমরা আজকের এই পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সহ আরো সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা বাণী শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ে দেখুন।
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
ফেসবুক টাইমলাইনে অথবা বন্ধুদের কে পাঠানোর জন্য আমরা ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজে থাকে। এজন্য আমরা আপনার জন্য কিছু সুন্দর বাছাইকৃত ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করলাম। দয়া করে এগুলো নিচের অংশ থেকে সংগ্রহ করে নিন।
রমজান প্রায় শেষ,অপেক্ষার আর কয়েকটা দিন
বছর ঘুরে আসছে যে আবার
কচি কাচারা আনন্দে নাচবে আবার
এলো খুশির দিন।
সকলকে ঈদ মোবারক।
রাতের অবসান হলে
এস তুমি খুশির দিনে
ঘড়ির কাঁটায় প্রহর গুনে
বসে আছি নির্জনে
ক্ষীর সিমুই আর মিষ্টি দিয়ে
ঈদের শুভেচ্ছা জানায় সালাম দিয়ে।
সকলকে সালাম মালাইকুম ঈদ মোবারক।
ঈদ মানে পূন্য তিথী
Eid মানে আনন্দ আশা
ঈদ মানে ভালোবাসা
Eid মানে মিষ্টি মুখ
ঈদ মানে চাঁদ পানে চেয়ে দেখার সুখ।
সকলকে ঈদ মোবারক।
বাবা তুমি কেমন আছো
যেখানে আছো ভালো থেকো
আমার থেকে সালাম নিয়ো
আজকে খুশির দিন।
ঈদ মোবারক বাবা।
চাঁদ মামার উঁকি দেখে
কচি-কাচারা বলবে মাকে
আসছে শুভদিন
নতুন সাজে সাজব আমরা
নাচব তা-ধিন-ধিন
এলোরে এলো খুশির দিন।
সকলকে ঈদ মোবারক।
আজ আমার প্রাণের খুশিতে
জ্বেলে যায় প্রদীপ শিখাতে
হাজার তারার মাঝে আলো
এলোরে এলোরে ঈদ বুঝি এলো।
সকলকে ঈদ মোবারক।
ঈদের কবিতা ছন্দ স্ট্যাটাস
ছন্দ কে না ভালোবাসেন? তাই আজকের পোস্টে আপনাদের জন্য সুন্দর সুন্দর বাছাইকৃত ঈদের কবিতা ,ছন্দ, স্ট্যাটাস শেয়ার করলাম। আশা করি সব গুলো স্ট্যাটাস আপনাদের ভাল লাগবে। আপনি চাইলে সকল মেসেজ গুলো আপনার প্রিয়জনদের পাঠাতে পারেন। নিচে সকল ঈদের কবিতা ছন্দ স্ট্যাটাস দেয়া হল।
দিন হোক সবার শুভ
কাটুক সময় আনন্দে
খুশির ঈদ এলোরে আজ
পড়েছি তাই নতুন সাজ
সিমুই খেয়ে মিষ্টি মুখে
ঈদের শুভেচ্ছা নাও হাসি মুখে।
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
কোরোনাকো কখনো ভুল
দীনের কাজে হও তুমি মশগুল
নামাজে শরিক হও
আল্লাতালার স্মরণ লও।
সকলকে ঈদের শুভেচ্ছা।
নামাজ পড় রোজা রাখ
অসৎ চিন্তা যাও ভুলে
বর্ষশেষে এসেছে ফিরে
খুশির যে ঈদ নতুন ছন্দ তাল মিলে।
সকলকে ঈদ মোবারক।
হে তুমি আল্লার বান্দা
মিছে করো কেন ধান্দা
পড়োনা তুমি সময়ের ফাঁন্দে
নামাজ রোজা রেখো ছন্দে
জীবন তবে কাটবে আনন্দে।
সকলকে ঈদের শুভেচ্ছা।
হাসান ,হোসেন মিলে কয়
মা ফতেমা দেখবি আয়
উঠেছে আজ গগনে চাঁদ
পবিত্র ঈদ ফজর বাদ।
সকলকে ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা এস এম এস ২০২২
চলতি বছর 2022 সালের পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে চলে এসেছে। ঈদ উপলক্ষে আমরা আমাদের বন্ধু-বান্ধব বা প্রিয়জনদেরকে মোবাইল টিপস মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা এসএমএস পাঠিয়ে থাকে। অনেকেই ইন্টারনেটে এসকল ঈদের শুভেচ্ছা এসএমএস খুঁজে বেড়াচ্ছেন। তাই আমরা আপনাদের সাথে এখানে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহকৃত অনেক সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো এখানে শেয়ার করলাম।
কোরান পড় নামাজ পড়
গুনাহ যত সব তোবা কর
দীনের তুমি রক্ষা কর।
ঈর্ষা নয় চেষ্টা কর।
সকলের জন্য দোয়া কর।
সকলকে জানায় ঈদ মোবারক।
কচি কাচাদের সাথে আনন্দ
দুঃখ ভুলে বুক জড়ানো
ক্ষীর সিমুই আর মিষ্টি খাওয়ানো
দান ধ্যান করে কাটানো
রমজান শেষে ঈদ মানানো।
সকলকে ঈদ মোবারক।
আকাশে আজ তারাদের মেলা
পেখম উড়ে চলেছে সাদা মেঘের ভেলা।
লুকোচুরি খেলছে দেখ চাঁদ
শুভ ঈদের দিন এলো বুঝি আজ।
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
ময়না তোতারে ডাকিয়া কয়
ঈদের চাঁদ দেখবি আয়।
ক্ষীর সিমুই আর পিঠে পুলি
মুখে কও মিষ্টি মধুর বুলি।
সকলের তরে সকলে হও
ঈদের শুভেচ্ছা তোমরা নাও।
ঈদ মোবারক।
চাঁদ হাসে সূর্য হাসে
হাসে আকাশ বাতাস
ফুলের সুবাসে উঠগো ভোরে
চল ঈদ মানায় আজ আমরা সকলের তরে।
সকলকে ঈদ মোবারক।
নীল আকাশে চাঁদের জোছনা
সাদা মেঘেরা মেলেছে পাখনা
আকাশে বইছে বিদ
এলো যে খুশীর ঈদ।
বন্ধু তুমি অনেক দূরে,
তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক…
সকলে আলাম দুলিল্লাহ বল
হজের পথে মক্কাতে চল
ঝেড়ে যত দুঃখ বিবাদ
করো মুনাজাত করো ইবাদত
আল্লা তালার স্মরণে যাও
জান্নাতে যাওয়ার ভিসা পাও।
সকলকে ঈদের শুভেচ্ছা।
আয়রে তোরা দেখবি যদি আয়
খুশীর আনন্দে মিলবি যদি আয়
এসেছে ঈদ চলো যায় মসজিদে
পড়ি গিয়ে সবাই মিলে
ঈদের নামাজ।
সকলকে ঈদ মোবারক।
সূর্যের কিরণে,চাঁদের জোছনায়
সমুদ্রের গভীরতায়
আন্তরিক ভালোবাসা দিয়ে
সকলকে জানায় পবিত্র ঈদ মোবারক।
ঈদের আনন্দে মিষ্টি মুখে
সকলে কও হাসি মুখে।
ঈদ মোবারক।
রোজার ঈদের শুভেচ্ছা এসএমএস
পবিত্র রমজান মাসের পর আমাদের মাঝে ঈদুল আযহার আনন্দ নিয়ে আসে। এই ঈদের আনন্দ আমরা সকলের সাথে শেয়ার করে থাকি। অনেকেই সরাসরি ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে অনেকেই আবার মোবাইলে এসএমএসের মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে। আপনি যদি ইন্টারনেটে আপনার বন্ধু-বান্ধব বা পরিবার-পরিজনদের মাঝে রোজার ঈদের শুভেচ্ছা এসএমএস পাঠানোর বার্তা খুঁজে পাবেন।
আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।
ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা বাণী ২০২২
আমরা অনেকেই ইন্টারনেট ঈদের শুভেচ্ছা বাণী খুঁজে বেড়াচ্ছেন। এসো আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য একে অপরের সাথে শেয়ার করে থাকি। আপনিও যদি এসকল শুভেচ্ছা বাণী গুলো খুঁজে থাকেন তাহলে নিচের অংশ থেকে সংগ্রহ করে নিন। এখানে আমরা বাছাইকৃত অনেক মজার মজার ঈদের শুভেচ্ছা বাণী শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
ফুলে ফুলে সেজেছে ভুবন
পাখনা মেলে ওলিরা করে যে গুঞ্জন।
কহিছে ওরা এসে সারা দিন ,
শুভ হোক সবার ভাল কাটুক সবার
ঈদের এই মধুর দিন।
চাঁদের জোছনা,নিস্তব্ধ রাত
তোমার অপেক্ষায় ঘুম আসেনাকো আজ।
রাত্রি পোহাইলে তোমারে যেন দেখি
এবারের ঈদ একসাথে মানব আমরা খুশি খুশি।
কোরোনাকো হিংসা তুমি
কোরোনাকো কোন ভুল।
আল্লার ধ্যানে তুমি হও মশগুল
পড়ো তুমি নামাজ ,রাখ তুমি রোজা
কেয়ামতের দিনে তাহলে মিলবে নাকো সাজা
সকলকে ঈদ মোবারক।
আতর মেখে সুরমা পড়ে
পড়তে যাব ঈদের নামাজ
মনে নেই কো কোনো লাজ
খুশি মুখে তাই বল আজ
আজকে খুশির ঈদ মোবারক।
ঈদের এই পবিত্র ক্ষনে
সকলের মাঝে যেন প্ৰেম ,সহানুভূতি ,
সৌভ্রার্তিত্ব বোধ ,একে অপরের প্রতি ভালোবাসা যেন চিরতরে রই।
সকলকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
শেষ কথা
আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পোষ্টে আমরা প্রায় 50 টির মত ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করেছি। আশাকরি ইতোমধ্যে আপনি এসকল ঈদের শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করতে পেরেছেন। সম্পূর্ণ ফ্রি-তে এখান থেকে সকল ঈদের শুভেচ্ছা বাণী গুলো সংগ্রহ করে আপনি চাইলে আপনার প্রিয় জন বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি যদি আরো ঈদের শুভেচ্ছা মেসেজ বা পিকচার খুঁজে থাকেন তাহলে নিচের লিংকে ভিজিট করতে পারেন।
আরও দেখুনঃ
বাংলা মজার মজার ঈদের শুভেচ্ছা মেসেজ
ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ, কবিতা ও পিকচার
ঈদের শুভেচ্ছা বার্তা, উক্তি, মেসেজ, পিকচার ও স্ট্যাটাস
কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২২
ঈদ মোবারক ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২
বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ ২০২২
ঈদের ফানি মেসেজ, পিকচার, উক্তি ও এস এম এস