আসসালামু আলাইকুম।সবাইকে আসন্ন রোজার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই দিনে আমরা একে অপরের সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করে থাকি এবং এদিনটি আমরা পরিবারের সকলের সাথে খুবই আনন্দের সাথে উপভোগ করি। অনেকে যারা দূরে থাকেন তাদেরকে আমরা এসএমএসের মাধ্যমে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি।
আমাদের মাঝে অনেকেই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা খুঁজে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে আমরা এই পোস্টে কিছু বাছাইকৃত খুব সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সংযুক্ত করেছে। আশা করি সকল খুদেবার্তা করল আপনাদের অনেক ভালো লাগবে। আপনি চাইলে বার্তাগুলো কপি করে আপনার কাংখিত ব্যক্তিকে টেক্সট মেসেজ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেই আজকের পোস্ট ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সমূহ।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
আপনি কি আপনার শুভাকাঙ্খী কোন ব্যক্তিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা বা মেসেজ দিতে চাচ্ছেন। তাহলে আমাদের এরপর থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন। কেননা আপনার পোস্টের মাধ্যমে আমরা শেয়ার করতে যাচ্ছি ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সমূহ। আপনি এই ছোট ছোট বার্তাগুলো আপনার কাঙ্খিত মানুষটিকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের এই পোস্টে বাছাইকৃত কিছু খুদেবার্তা শেয়ার করা হয়েছে। আশা করি এগুলো সকলেরই অনেক পছন্দ হবে।
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
ঈদ মোবারক
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক
ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
ঈদ মোবারক
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ” ঈদ মোবারক ”
নন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”
দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ মোবারক
আরও দেখুনঃ
ঈদ মোবারক ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২
কুরবানি ঈদ মোবারক পিকচার Collect করুন ফুল HD তে।
ভালোবাসার রোমান্টিক কবিতা সংগ্রহ ২০২২
ঈদের শুভেচ্ছা বার্তা
প্রত্যেক মানুষই তার আপনজনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। এজন্য তারা ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা মেসেজ খুজে থাকে। পোস্টের এই অংশে আমরা কিছু বাছাইকৃত ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করলাম। আপনি এগুলো আপনার শুভাকাঙ্ক্ষী যে কোন ব্যক্তিকে পাঠিয়ে দিতে পারেন।
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়। “ঈদ মোবারাক”
শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায়।
ঈদ মোবারাক
রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ.
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ারস্বাদ.
ঈদ মানে মেহেদী রাঙা হাত.
ঈদমানে আমারবাড়ীতে তোমার দাওয়াত.
ঈদ মোবারক
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
আরও দেখুনঃ
ঈদ মোবারক ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২
কুরবানি ঈদ মোবারক পিকচার Collect করুন ফুল HD তে।
ভালোবাসার রোমান্টিক কবিতা সংগ্রহ ২০২২
ঈদের শুভেচ্ছা ছন্দ
আপনি যদি ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা ছন্দ খুঁজে থাকেন। তাহলে আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি উপকৃত হবেন। কেননা আজকের পোস্টে আমরা ঈদের শুভেচ্ছা ছন্দ শেয়ার করতে যাচ্ছি। এখানে আমরা আপনার পছন্দ হবে এরকম কিছু বাছাইকৃত ঈদের ছন্দ শেয়ার করছি।
লাল শাড়ি পরে,,
হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,,
পাশে কিন্তুু নিও আমায়..!!
ঈদ মোবারক
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয় না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
আসছে ঈদ,,চলছে গাড়ি..
আমার দাওয়াত তোমার বাড়ি..
OHH Sorry..তোমার দাওয়াত আমার বাড়ি..
হিমেল হাওয়া,,শীতের দিন..আসবে কিন্তু ঈদের দিন
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন,
” ঈদ মোবারক ”
ঈদের খুদেবার্তা ২০২২
অনেকেই পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ উপলক্ষে ইন্টারনেটে ঈদের খুদেবার্তা বা ঈদের এসএমএস খুঁজে বেড়াচ্ছেন। এখানে আপনি অনেক মজার মজার এবং সুন্দর সুন্দর এদের খুদেবার্তা খুঁজে পাবেন যা আমরা বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের জন্য সংগ্রহ করেছি। আশা করি এখানে দেওয়া সকল খুদেবার্তা গুলো আপনার অনেক ভালো লাগবে এবং আপনি যাকে পাঠাবেন তার অনেক পছন্দ হবে। তাহলে চলুন সম্পূর্ণ ফ্রিতে এখনই এদের খুদেবার্তা করা সংগ্রহ করে নেই।
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
শেষ কথা
আশা করি আজকে আমাদের এই ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সম্বলিত পোষ্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনি যদি চান তাহলে এই পোষ্টের যত বার্তা আছে তা সম্পূর্ণ ফ্রি তে কপি করে অনলাইনের মাধ্যমে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনার কাংখিত ব্যক্তিকে পাঠিয়ে দিতে পারেন। আপনি যদি আরো ঈদের শুভেচ্ছা এসএমএস ঈদের ফেসবুক স্ট্যাটাস সহ আরও পোস্ট করতে থাকেন তাহলে দয়া করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখুন এখানে আরও ঈদ মোবারক সম্পর্কিত তথ্য পাবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
৫০+ ঈদ মোবারক পিকচার সংগ্রহ করুন
ঈদের শুভেচ্ছা বার্তা, উক্তি, মেসেজ, পিকচার ও স্ট্যাটাস
বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ ও পিকচার ২০২২
ঈদ মোবারক ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২
আসসালামু আলাইকুম , খুব সুন্দর উপস্থাপনা আপনার.. ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য। শুভ জন্মদিন স্ট্যাটাস