কুমিল্লা বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ এবং মার্কশিট সংগ্রহ পদ্ধতি দেখুন

আপনারা যারা কিভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখেবেন এবং কিভাবে মার্কশিট সংগ্রহ করবেন এই বিষয়ে খুজতেছেন তাদের জন্য আজকের এই পোশটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা শিক্ষা বোর্ডের  এইচ এস সি ফলাফল  বের করার নিয়ম এবং এবং মার্কশিট সংগ্রহ করার পদ্ধতি। তো সম্পূর্ণ পদ্ধতি টি  দেখার জন্য  শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

কুমিল্লা শিক্ষা বোর্ড এইচ এস সি ফলাফল ২০২২

সকল শিক্ষা বোর্ডের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডের  এইচ এস সি ফলাফল ১৩ই ফেব্রুয়ারী প্রকাশ হচ্ছে। আপনারা যদি আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের  এইচ এস সি ফলাফল দেখতে চান তাহলে আপনাকে দুইটি ওয়েব সাইটের মাধ্যমে দেখতে হবে। তো আমি আজকের পোস্টে এই ওয়েব সাইত দুইটি সম্পর্কে বলবো এবং আপনারা যেভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের  এইচ এস সি ফলাফল বের করবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিবো।

কুমিল্লা  শিক্ষা বোর্ডের ফলাফল যেভাবে দেখবেন

আপনারা সাধারণত দুই ভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডেোর্ড এইচ এস সি ফলাফল দেখতে  পাড়বেন। প্রথম টি হছে অনলাইনে ওয়েব সাইট এর মাধ্যমে আর অন্যটি হচ্ছে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে। তো প্রথমে আমি আপনাদের কে কিভাবে অনলাইন থেকে ওয়েবসাইট ব্যবহার করে আপনার কুমিল্লা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখবেন তার পরে দেখাব যে কিভাবে মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখবেন।

আমি নিয়ম গুলো আপনাকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। আপনি আমার দেখানো নিয়ম অনুসরণ করে আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল বের করুন।

ফলাফল দেখুন

অনলাইনে ফলাফল দেখার নিয়ম

অনলাইনে ফলাফল দেখতে আপনাকে যে দুইটি ওয়েব সাইট ব্যবহার করতে হবে সেই ওয়েব সাইট দুইটি হলো Eboardresults.com এবং Educationboardresults.gov.bd আপনি এই দুইটি ওয়েবসাইটের যেকোনো একটি ব্যবহার করবেন। আর আমার দেখানো নিয়ম গুলো অনুসরণ করুন।

No1. Eboardresults.com:

আমার দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন। তাহলে আপনি খুবসহজেই কুমিল্লা বোর্ডের  এইচ এস সি ফলাফল ২০২২ দেখতে পারবেন।

ধাপ ১ঃ প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। যেমন গুগল ক্রম ।

ধাপ ২ঃ এর পর Eboardresults.com লিখে সার্চ করুন।

ধাপ ৩ঃ Eboardresults.com লিখে সার্চ দিলে একদম প্রথমে একটি ঠিকানায় পেয়ে যাবেন। এই ঠিকানাটিতে প্রবেশ করুন।

ধাপ ৪ঃ সেখানে একটি ইন্টারফেজ দেখতে পারবেন। সেখানে লেখা আছে Examination তার নিচে Year তার নিচে Board             এবং তার নিচে Result Type

ধাপ ৫ঃ প্রথমে আপনি Examination এ আপনার ধরন সিলেক্ট করুন। যেমন আপনি যেহেতু কুমিল্লা শিক্ষা বোর্ডের                    এইচ এস সি ফলাফল  দেখবেন সেহেতু আপনি HSC/ Alim /Equivalent সিলেক্ট করুন।

ধাপ ৬ঃ এখন সিলেক্ট করুন Year এবং এখানে দিন 2021 (যেহেতু আপনি 2021 সালের এইচ এস সি ফলাফল দেখবেন)

ধাপ ৭ঃ এবার সিলেক্ট করুন Board আপনি যে বোর্ড এর এইচ এস সি ফলাফল দেখতে চান সেই বোর্ড সিলেক্ট করুন।                    আপনি যেহেতু  কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখবেন তাই কুমিল্লা বোর্ড সিলেক্ট করুন।

ধাপ ৮ঃ এখন সিলেক্ট করুন Result Type অর্থাৎ যেভাবে ফলাফল দেখতে চাচ্ছেন। সাধারণত আপনি দিবেন হলো Individual               Analytics.

ধাপ ৯ঃ আর যে দুইটি জিনিস প্রয়োজন তা হলো আপনার নিজস্ব Board roll or Registrations no. হয়তোবা এই দুইটি                    জিনিস প্রথমেও থাকতে পারে।

ধাপ ১০ঃ এটিই মূলত শেষ ধাপ। এখন আপনি যা করবেন সকল তথ্য পুরনকরা হলে একটি  captcha কোড পেয়ে যাবেন।                এই captcha কোড টি ঘরে বসিয়ে সাবমিট করলেই আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন।

No 2. Educationboardresults.gov.bd :

এবার আপনাদের সাথে আলোচনা করবো Educationboardresults.gov.bd এর মাধ্যমে যেভাবে আপনার কুমিল্লা  শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখবেন। তো আমি যেভাবে ধাপ গুলো দেখাবো সেভাবে ধাপ গুলো সম্পূর্ণ করুন।

এধাপ গুলো সাধারণত একই ভাবে পূর্ণ করতে হবে। তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।

ধাপ ১ঃ প্রথমে আপনি  একটি ব্রাউজারে প্রবেশ করুন।

ধাপ ২ঃ এর পর Educationboardresults.gov.bd লিখে সার্চ করুন।

ধাপ ৩ঃ Educationboardresults.gov.bd লিখে সার্চ দিলে একদম প্রথমে একটি ঠিকানা পেয়ে যাবেন। এই ঠিকানাটিতে প্রবেশ                করুন।

ধাপ ৪ঃ সেখানে একটি ইন্টারফেজ দেখতে পারবেন। সেখানে লেখা আছে Examination তার নিচে Year তার নিচে Board              তার নিচে Roll তার নিচে Reg.no এবং তার নিচে একটি প্রশ্ন দেওয়া থাকবে।

ধাপ ৫ঃ প্রথমে আপনি Examination এ আপনার ধরন সিলেক্ট করুন এবং যেহেতু কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি                      ফলাফল দেখবেন সেহেতু আপনি HSC/ Alim /Equivalent সিলেক্ট করুন।

ধাপ ৬ঃ এখন সিলেক্ট করুন Year এবং এখানে দিন 2022

ধাপ ৭ঃ এবার সিলেক্ট করুন Board আপনি যে বোর্ড এর এইচ এস সি ফলাফল দেখতে চান সেই বোর্ড সিলেক্ট করুন।                    আপনি যেহেতু কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল দেখবেন তাই  কুমিল্লা বোর্ড সিলেক্ট করুন।

ধাপ ৮ঃ এখন সিলেক্ট করুন Roll  অর্থাৎ আপনার নিজস্ব বোর্ড রোল।

ধাপ ৯ঃ  এখন সিলেক্ট করুন Registrations no অর্থাৎ আপনার নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার।

ধাপ ১০ঃ  এটিই মূলত শেষ ধাপ। এই ধাপে আপনাকে একটি captcha দেওয়া থাকবে আপনাকে সেটি পুরন করতে হবে।                   আর এটি পুরন করা হলে  আপনার কুমিল্লা বোর্ডের এইচ এস সি ফলাফল পেয়ে যাবেন।

তো এই ছিল প্রক্রিয়া দুটি এছাড়া আপনাদের সুবিধার্থে ওয়েব সাইট দুটোর ঠিকানা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি সরাসরি আপনার এইচ এস সি ফলাফল দেখেনিন। Eboardresults.com and Educationboardresults.gov.bd

মোবাইলের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

এখন  আপনি জানতে পারবেন কিভাবে মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনাদের এইচ এস সি রেজাল্ট ২০২২ দেখতে পারবেন। তো তার জন্য আপনার কাছে থেকে ৩.০০ টাকা কেটে নেওয়া হবে। তো মোবাইলে আপনাদের এইচ এস সি রেজাল্ট ২০২২ দেখতে নিচের প্রক্রিয়া গুলো অনুসরণ করুন।

ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান।

ধাপ ২ঃআপনার পরীক্ষার ধরন সিলেক্ট করুন (যেমনঃ HSC)

ধাপ ৩ঃ তারপরে একটি স্পেস দিতে হবে

ধাপ ৪ঃ আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর (অক্ষর গুলো বড় হাতের লিখতে হবে ) লিখুন (যমন, কুমিল্লা বোর্ডের জন্য                    CUM  লিখতে হবে)

ধাপ ৫ঃ আবারো একটি স্পেস দিতে হবে।

ধাপ ৬ঃ আপনার  কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি রোল নাম্বার লিখুন ( এখানে আপনার নিজস্ব বোর্ড রোল লিখতে হবে)

ধাপ ৭ঃ একটি স্পেস দিতে হবে।

ধাপ ৮ঃ আপনার পরীক্ষার পাশের সাল লিখুন। ( আপনি  ২০২২ সাল লিখুন )

ধাপ ৯ঃ একটি স্পেস দিতে হবে।

ধাপ ১০ঃ 16222 এই নাম্বারে এস এম এস পাঠিয়ে দিন।

আরও ভালোভাবে বুঝতে এটি অনুসরণ করুন

রেজাল্ট টাইপ <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> বোর্ড রোল <স্পেস> পাশের সন পাঠিয়ে দিন 16222 নাম্বারে।HSC <Space> আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর <Space> Roll <Space> 2022  পাঠিয়ে দিন 16222 নাম্বারে। উদাহারণঃ HSC CUM 123546 2022 and send to 16222

মার্কশীট সংগ্রহ করার পদ্ধতি

আপনার আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট দেখার সাথে আরেকটি বিশেষ কাজ হচ্ছে আপনার সকল বিষয়ের রেজাল্ট দেখা। তাহলে আপনি কিভাবে এটি দেখবেন। তার জন্য অবশ্যই আপনাকে মার্কশীট সংগ্রহ করতে হবে। আমি এখানে আপনাদের কাছে দুইটি ঠিকানা শেয়ার করেছি আপনি চাইলে এই ঠিকানা ক্লিক করে আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট এর মার্কশিট সংগ্রহ করতে পারবেন। Eboardresults.com and Educationboardresults.gov.bd

শেষ কথা

আপনি যদি আমার দেখানো নিয়ম গুলো অনুসরণ করেন তাহলে আপনি অব্যশই আপনার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এস সি ফলাফল ২০২১ পেয়ে যাবেন। আশা করছি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি বুজতে পেরেছেন। এই পোস্টটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। এই পোস্ট সম্পর্কে আপনার মতামত জানান। এই রকম ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এইচএসসি আলিম ফলাফল ২০২১ মাদ্রাসা  শিক্ষা বোর্ড  এবং মার্কশিট সংগ্রহ 

দিনাজপুর বোর্ড এইচ এস সি ফলাফল ২০২২১ এবং মার্কশিট সংগ্রহ নিয়ম

ময়মনসিংহ বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ এবং মার্কশিট সংগ্রহ করুন 

কুমিল্লা বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ এবং মার্কশিট সংগ্রহ পদ্ধতি দেখুন

ঢাকা বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট সংগ্রহ করুন

বরিশাল বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট সংগ্রহ করুন

যশোর বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট সংগ্রহ করুন

সিলেট বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট সংগ্রহ করুন

রাজশাহী বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট সংগ্রহ করুন

চট্টগ্রাম বোর্ড এইচ এস সি ফলাফল ২০২১ দেখুন এবং মার্কশিট  সংগ্রহ করুন 

কারিগরি বোর্ড এইচ এস সি ভোকেশনাল ফলাফল ২০২১ মার্কশিট সহ সংগ্রহ করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *