আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কিভাবে অনলাইনে খুব সহজে ইনকাম করতে পারবেন সেই বিষয়ে একটি লেখা নিয়ে উপস্থিত হয়েছি। অনলাইনে বিভিন্ন উপায়ে উপার্জন করা সম্ভব। এর মধ্য থেকে আজকে আমরা কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সে বিষয়ে সকল তথ্য শেয়ার করব। অনেকেই ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২ সম্পর্কে জানতে চেয়েছেন।
অনেকেই একটি ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন তা নিয়ে বিস্তারিত জানতে চায়। তাই আমরা আজকের পোষ্টে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং খোলার সর্বশেষ নিয়মগুলো টু দ্য পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরব। আমরা আরও শেয়ার করব যে আপনি কিভাবে আপনার এই ইউটিউব চ্যানেল থেকে খুব অনায়াসে ইনকাম করতে পারবেন। তাই দেরি না করে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
আপনি যদি নিজে নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনেই চ্যানেলটি ওপেন করতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জেনে না থাকেন তাহলে দয়া করে আমাদের নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করুন। এখানে আমরা ধাপে ধাপে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি দেখেছি।ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে অবশ্যই একটি জিমেইল একাউন্ট থাকতে হবে।
ইতিমধ্যে যদি আপনার জিমেইলে একাউন্ট এ ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ
- ব্রাউজার থেকে YouTube.com এ প্রবেশ করুন
- জিমেইল একাউন্টে সাইন-ইন করা না থাকলে সাইন-ইন করুন
- টপ রাইট কর্নারে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন
- My Channel এ ক্লিক করুন
- এরপর আপনার চ্যানেলের নাম লিখে Create এ ক্লিক করুন
- উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেল খুলে যাবে।
আপনার ইতিমধ্যে ইউটিউব চ্যানেল আছে ও নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ
- যেকোনো ব্রাউজার থেকে youtube.com/account এ প্রবেশ করুন
- সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করুন
- Add or manage your channel(s) এ ক্লিক করুন
- Create a channel এ ক্লিক করুন করুন
- যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Create এ ক্লিক করু
- উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে কম্পিউটারে আপনার নতুন ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২
আপনি চাইলে আপনার কম্পিউটার ব্যবহার করে খুলতে পারেন ইউটিউব চ্যানেল। কম্পিউটারের মাধ্যমে কিভাবে ইউটিউব খুলতে হয় তার নিয়ম নিচে তুলে ধরা হল-
প্রথমে আপনাকে ইউটিউব ব্রাউজারে গিয়ে আপনার জিমেইল আইডি ব্যবহার করে ইউটিউবে একাউন্ট তৈরী করতে হবে।
ইউটিউবে একাউন্ট খোলা হলে গেলে আপনি জিমেইলের দেওয়া নাম অনুযায়ী ইউটিউব চ্যালেন খুলে নিতে পারেন। চাইলে আপনি কাস্টমাইজ করে নিচের নাম একটি চ্যানেল খুলে নিতে পারেন।
চ্যানেল খোলা হয়ে গেলে আপনাকে আপনার প্রোফাইল পিকচার এড করে দিতে হবে।
আপনি প্রথমে পিকচার বড় করে আপনার চ্যানেলের ধরণ নির্বাচন করবেন। পাশাপাশি আপনার সব সোশ্যাল মিডিয়া সাইট এর লিংক দিয়ে দিবেন।
এভাবে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
ইউটিউব চ্যানেলের সুন্দর নাম
কে না চায় তার ইউটিউব চ্যানেলের সুন্দর একটি নাম থাকুক। তাই অনেকেই ইউটিউব চ্যানেল খোলার জন্য সুন্দর সুন্দর নাম খুঁজে থাকেন। এখানে আমরা আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর বাছাইকৃত ইউটিউব চ্যানেল খোলার জন্য নাম সংগ্রহ করেছি। দয়াকরে নাম নাম গুলো নিচে সংগ্রহ করে নিতে পারেন।
টেকনিক্যাল চ্যানেলের নাম
- Technux
- Tech Tunes
- Tricks Mania
- Technical Boss
- Tricks Club
- Technical Squard
- Technical Difficulty
- technical hitch
- tips for success
ফানি ইউটিউব চ্যানেলের নাম
- Funny Vines
- Funny memes
- All funny Side
- Joks Side
- funniest vr moments
- Bright Side
ইসলামিক ইউটিউব চ্যানেল
- আলোর পথ।
- শিখুন সুরা।
- মুসলিম অনুবাদক।
- আলোকিত পৃথিবী।
- ইসলামিক ভুবন।
- Islamer Rasta
- Ummah Nerwork
- We are Muslim
- Online Madrasaha
- Heaven Tones
রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম
- Durbeen
- রহস্যময়।
- অন্ধকার জগৎ।
- মায়াজাল।
- রহস্য জগত।
- রহস্য জাল।
- রহস্যময় পৃথিবী।
- অদ্ভুত কাহিনী।
- চক্ষুপেয়।
বিজনেস ইউটিউব চ্যানেলের নাম
- Business Study
- Freelancer Boss
- Share Mind
- Achievement
- Real Goal
- Create Passion
মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
আপনার ফোনে যদি ইউটিউব অ্যাপ ও জিমেইল একাউন্ট থাকে আর ওই জিমেইল একাউন্টে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলা অত্যন্ত সহজ। মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ
- প্রথমে ইউটিউব অ্যাপ সংগ্রহ করুন
- ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
- টপ মেন্যু এর টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার ক্লিক করুন
- এরপর My Channel সিলেক্ট করুন
- আপনার চ্যানেল এর নাম দিয়ে Create Channel চাপুনব্যাস! আপনার ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে
- Chrome ব্রাউজার ওপেন করুন
- এরপর youtube.com/account এ প্রবেশ করুন
- থ্রি-ডট মেন্যু থেকে Desktop Mode চালু করুন
- সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করুন
- Add or manage your channel(s) লিংক সিলেক্ট করুন
- Create a channel লিংক সিলেক্ট করুন
- যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Create চাপুন
কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায়
আপনার যদি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেখান থেকে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবেন। পৃথিবীতে অনেক বড় বড় পপুলার বিজ্ঞাপনদাতা রয়েছে যাদের কাছ থেকে আপনি বিজ্ঞাপন সংগ্রহ করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করতে পারেন। সবচেয়ে সবচাইতে জনপ্রিয় বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান হচ্ছে গুগল এডসেন্স। আপনি গুগল এডসেন্সের মাধ্যমে খুব সহজে লাইফ টাইম আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন।
তবে আপনার চ্যানেল এ গুগল এডসেন্স এর বিজ্ঞাপন করাতে চান তাহলে আপনাকে অবশ্যই তাদের নিয়ম-নীতি মেনে চলতে হবে। ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন করানোর জন্য যদি আপনি নিয়ম গুলো জানতে চান তাহলে আমাদের পোস্ট হতেই তা খুঁজে পাবেন।
কিভাবে ইউটিউব চ্যানেল বন্ধ করা যায়
আমরা লক্ষ্য করেছি যে অনেকেই ভুলবশত অকারনে কিছু ফুল চ্যানেল খুলে থাকে। তাই তারা চ্যানেলগুলো প্রয়োজন থাকে না বিধায় ডিলিট করে ফেলতে চান। কিন্তু আপনি যদি ডিলিট করার প্রক্রিয়াটি না জেনে থাকেন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার অপ্রয়োজনীয়’ ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিতে পারবেন।
1. Go to YouTube website
প্রথমে আপনার মোবাইল ব্রাউজার অথবা কম্পিউটার দিয়ে YouTube ওয়েবসাইটে যান আর ওপর থেকে “Sign In” বটনে ক্লিক করে লগইন করুন।
2. Tap on profile icon
ইউটিউবে লগইন হওয়ার পরে ওপর থেকে আপনার প্রোফাইল ছবিতে অথবা আইকনে ক্লিক করুন।
3. Click on Settings
প্রোফাইল আইকনে ক্লিক করলে অনেক গুলো অপশন দেখতে পাবেন এখান থেকে “Settings” ক্লিক করুন।
4. Tap on Delete channel
সেটিংস এ যাবার পরে অনেক গুলো অপশন আসবে তার মধ্যে একদম নিচে গিয়ে “Advance Settings” ক্লিক করলেই “Delete Channel” অপশন পাবেন এখানে ক্লিক করুন।
5. Enter your password
এখন সিকিউরিটির জন্য ইউটিউব থেকে আপনাকে আবার লগইন করতে বলা হবে তাই পুনরায় আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
6. Select option
আবার পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর দুটো অপশন পাবেন।
I want to hide my content
I want to permanently delete my content
আপনার চ্যানেল “Hide” অথবা “Delete” করার। যদি আপনি পারমেন্টলি ডিলিট করতে চান তবে নিচের অপশনে ক্লিক করুন।
7. Tap on Delete my content
আপনার চ্যানেল ডিলিট করলে কি কি ডিলিট হবে সেগুলো এখানে দেখতে পাবেন টিক মার্ক দিয়ে “Delete My Content” বটনে ক্লিক করলেই আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে।
শেষ কথা
সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টে আমরা আপনাদের সাথে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমাদের আজকের পোস্ট এর মাধ্যমে আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আপনি যদি কোন কারণে আপনার বর্তমান ইউটিউব চ্যানেলটি ডিলিট করে ফেলতে চান সে সম্পর্কেও এখানে ধারণা দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ
ফেসবুক বিজনেস বিসনেজ পেজ খোলার নিয়ম