বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস ও মেসেজ

বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।  তাইতো আমরা আজকের পোষ্টে আমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে  যে এক্টিভিটিস গুলো আছে নিয়ে কথা বলবো। আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে অনেক মজা করে থাকি বিশেষ করে বন্ধুদেরকে ফানি জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে থাকে।  আপনি যদি বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস ও মেসেজ খুঁজে থাকেন তাহলে আপনি এই পোষ্টের মাধ্যমে এ সকল মেসেজ স্ট্যাটাস পেতে পারেন

বন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা তাকে বিভিন্ন রকম ফানি অথবা শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে থাকে। এবং বন্ধুদেরকে নিয়ে সারাদিন আড্ডা মজা মাস্তি করে থাকি।  আমাদের আজকের এই পোস্টে আপনারা বন্ধুকে শুভ জন্মদিন জানানোর ফানি স্ট্যাটাস ও ফানি ম্যাসেজ এবং ফানি পিকচার খুঁজে পাবেন।  দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং এসকল ফানি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করে নিন।

বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস

আমরা সকলেই আমাদের প্রিয় বন্ধুটির জন্মদিন উপলক্ষে তাকে অবশ্যই সামান্যতম একটি উপহার দিব এবং তাকে অবশ্যই মোবাইল এসএমএস এর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠাবো।  আপনি যদিবন্ধুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা মেসেজ খুঁজে থাকেন তাহলে পোস্ট এরই অংশ থেকে এ সকল মেসেজ পেতে পারেন।  নিচে বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস শেয়ার করা হলো।

জন্মদিন তোমার থেকে নিয়েছে একটি বছর,
আবার দিয়েছে নতুন একটি বছর,
আশা করি আমি এবছর তোমার জীবনকে
বন্ধুত্বপূর্ণ করতে সক্ষম হবো,
শুভ জন্মদিন আমার হৃদয়ের বন্ধু।

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়- তাহলে সেখানে, অশ্রুর কোনো ঠাই নেই।

বন্ধু হয়ে আছি পাশে, থাকবো আজীবন।
আমার সব আনন্দ গুলো তোমায় দিলাম,
বিনিময়ে তোমার দুঃখ গুলো নিয়ে নিলাম।
শুভ জন্মদিন বান্ধবী, সুখে থেকো আজীবন।
জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব,
প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও
আমি পৃথিবি সবথেকে লাকি ভাগ্যবান ব্যক্তি
কারণ আমার জীবনে তোমার মতো একজন
সুন্দর হৃদয়ের বন্ধু রয়েছে। অনেক ধন্যবাদ
আমার জীবনে আসার জন্য। হ্যাপি বার্থ ডে মাই ফ্রেন্ড।
বন্ধু তুই আমার পরিবারের একজন।
তোকে ছাড়া চলবে না আমার জীবন।
পৃথিবীতে তোর আগমনের এই দিনে,
প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।

আশা করি আজকের এই দিনে তোমার
জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক,
আমার প্রিয় বন্ধু। একটি অসাধারণ দিনের জন্য
তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। শুভ জন্মদিন।

সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি।
আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা।
খুব ভালো থাকিস। শুভ জন্মদিন।

শুভ জন্মদিন বন্ধু।
আজকের এই দিনটা শুধুমাত্র তোমার দিন।
আজকের দিনে সব কেক, ভালোবাসা, হাগ এবং
পৃথিবীর সব খুশির যোগ্য একমাত্র তুমি।
তাই আজকের এই বিশেষ দিনটা উপভোগ করে কাটাও।

শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু।
প্রার্থনা করব তোমার জীবনে রঙিন রঙ
ভরে উঠুক এবং তুমি যেন চিরকাল সুখী হও।
হ্যাপি বার্থ ডে মাই ফ্রেন্ড!

আবার একটা নতুন বছর আরও একটা নতুন চ্যালেঞ্জ বন্ধু।
জীবনে যাই হোক না কেন মুখে হাসি রাখতে ভুলে যেওনা।
শুভ জন্মদিন বন্ধু। ভালো থেকো।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা

বন্ধুকে তার জন্মদিন উপলক্ষে তাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে হবে।  আমাদের মাঝে অনেকেই আছেন যারা বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা খুজে থাকেন।  কিন্তু অনেক সময় অনলাইনে আপনার কাঙ্খিত বার্তা গুলো খুঁজে পান না।  তাই আমরা আজকের এই পোস্টে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা শেয়ার করব। আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর বাছাইকৃত কিছু জন্মদিনের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করেছি।  দয়া করে এসকল বার্তা আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিতে পারেন।

তুই আমার সেই বন্ধু যে মুখ দেখেই
বলতে পারিস মনের খবর।
আসলেই তোকে ছাড়া আমার জীবন অচল।
সারাজীবন এভাবেই পাশে থাকিস।
শুভ জন্মদিন।

একটি আনন্দময় সুন্দর এবং
উপভোগময় জন্মদিন
পালন কর।
শুভ জন্মদিন বন্ধু।

তুই যেখানে থাক যেভাবেই থাক।
আমার বন্ধু হয়ে সারাজীবন
থাকবি।
তর জন্মদিনের আনন্দ আমি
ভাগ করে নিতে চাই।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।

আমাদের বয়স যতই বেড়ে চলছে ততোই
যেনো আমাদের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হচ্ছে।
অনেক অনেক সুন্দর হোক তোর জন্মদিন দোস্ত।

আজ এই ঝিরিঝিরি বৃষ্টি দিনে
আগমন হয়েছিল তোমার
এমন ভালো বন্ধু পেয়ে
 ধন্য জীবন আমার
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধু।

আজকের এই সুন্দর দিনে একটাই চাওয়া
তর জীবনের প্রতিটা স্বপ্ন যেনো হয় পাওয়া
সারাজীবন থাকিস পাশে
বন্ধু হয়ে ভালোবেসে
শুভ জন্মদিন প্রিয় বন্ধু

তুমি আমার জীবনের সবচেয়ে
প্রিয় বন্ধু।
আর তোমার মতো বন্ধু পাওয়া
সত্যিই ভাগ্যের ব্যাপার
শুভ জন্মদিন বন্ধু।

আমার প্রিয় বন্ধু , তোর জন্য ভালোবাসা রইলো এক সিন্ধু।
কোন কারণে কমতে দিসনা এক বিন্দু। হ্যাপি বার্থডে বন্ধু।

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান।
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
প্রিয় বন্ধু তোমার জন্মদিনের জয়গানে।
শুভ জন্মদিন দোস্ত।

আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
❦~শুভ জন্মদিন প্রিয় বন্ধু

বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফানি মেসেজ

আমাদের বন্ধুমহলে এরকম কিছু বন্ধু আছে যারা একটু বেশি মজা করতে ভালোবাসে।  অনেকে আছে বন্ধুর জন্মদিনের মজার মজার ফানি এসএমএস দিয়ে বন্ধুর সাথে মজা করে থাকে।  তাই আপনাদের জন্য আমরা পোষ্টের এই অংশে বন্ধুর জন্মদিন উপলক্ষে তাকে কিছু মজার মজার ফানি মেসেজ পাঠাতে পারেন।  এসব ফানি মেসেজ পোষ্টের নিচে অংশে দাওয়া হয়েছে।

তুই যখন নেংটা ঘুরে বেড়াতি,
তখনও তোর বন্ধু ছিলাম। তোর যখন চুল পেকে যাবে,
তখনও তোর বন্ধু থাকবো। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।

শুভ জন্মদিন বন্ধু! আজকে বিরিয়ানি খাওয়া!
তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা।
যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া,
তোর বউ হইবো ঝাল।

জানি দোস্ত তর বুদ্ধি শুনে অনেক মুশকিল আসান হয়েছে।
যদিও তর মাথা ভর্তি শুধু শয়তানি বুদ্ধি।
তর মতো শয়তানকেই পাশে চাই।শুভ জন্মদিন বন্ধু।

শুভ জন্মদিন বন্ধু। আজ এই বিশেষ দিন উপলক্ষে
তোমার পকেট ফাকা করবো আমরা।
পালিয়ে লাভ নেই।গর্তে ঢুকলেও খুজে বের করবো।

শেষ কথা

আশা করি আমাদের আজকের বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস নিয়ে পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের সত্যিই এ পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ পোস্টের মেসেজ গুলো আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন।  এছাড়া এখানে বন্ধুকে জন্মদিনে পাঠানোর জন্য যে সকল মেসেজ বা বার্তা রয়েছে সেগুলো আপনার বন্ধু-বান্ধবদেরকে পাঠিয়ে দিতে পারেন।  আজকের পোষ্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাবেন। 

আরও দেখুনঃ

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও পিকচার

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ ও বার্তা

ঈদের ফানি মেসেজ, পিকচার, উক্তি ও এস এম এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *