আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। আশা করি অনেক ভাল আছেন,। আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের ভালোবাসার মানুষের জন্মদিন উপলক্ষে আমাদের স্পেশাল কিছু কাজ করতে হয় যাতে আমাদের ভালবাসার মানুষগুলো খুশি থাকে। এই জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে কিছু স্পেশাল গিফট দিতে পারি এবং পাশাপাশি তাদেরকে মোবাইলে এসএমএস পাঠাতে পারি।
তাই আজকের পোস্টে আমরা শেয়ার করব ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস। আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অবশ্যই আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ জানাবেন। তাহলে দেরী না করে চলুন আজকের পোস্টটি দেখে নেওয়া যাক।
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
আপনি যদি আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ দিতে থাকেন তাহলে এ সকল জন্মদিনের শুভেচ্ছা মেসেজ আমাদের এই পোস্টে পাবেন। আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাছাইকৃত ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ এবং অনেকগুলো স্ট্যাটাস শেয়ার করেছি। দয়া করে এসব করো জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো নিচের অংশ থেকে সংগ্রহ করে নিন।
সূর্যের মত উজ্জ্বল হও,
সাগরের মত হও চঞ্চল ।
আকাশের মত হও উদার,
আর ঢেউ এর মত উচ্ছল ।
শুভ জন্মদিন
সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ
আর রাতের তারারা- সবাই
জড়ো হয়েছে তোমাকে
একসাথে বলতে—
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক ।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য ।
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন
হোক তোমার, পুরন হোক প্রতিটি
স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো
হাজার বছর ।
শুভ জন্মদিন
সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন
হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক
অভিনন্দন । শুভ জন্মদিন ।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন–
সুখের সাগরে ভাসে ।
শুভ জন্মদিন
শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি বা দেবো তোমায়,
এক তোড়া গোলাপ ফুল আর এক বুক
ভালোবাসা ছাড়া কিছুই নেই যে আমার ।
শুভ জন্মদিন
শুভ ক্ষন, শুভ দিন,
মনে রেখো চিরদিন,
কষ্ট গুলো দূরে রেখো,
স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো,
আমার কথা মনে রেখো ।
শুভ জন্মদিন
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই থাকে সুদিনের আশায়,
আমি থাকি তোমার জন্মদিনের আশায় ।
শুভ জন্মদিন ।
বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ।
তোমার জন্য সূর্য হাসছে, গাছেরা নাচছে,
পাখিরা গান গাইছে, কারন আমি সবাইকে
বলেছি শুভেচ্ছা জানাতে ।
শুভ জন্মদিন ।
ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মত সাত রঙ্গে রাঙ্গুক তোমার
জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক
দূর অজানার দেশে । তোমার জীবন
যেনো সুখের সাগরে ভাসে । এই
কামনা করি বিধাতার কাছে ।
শুভ জন্মদিন
নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ । তোমার
এই জন্মদিনে রইলো অনেক শুভেচ্ছা ।
শুভ জন্মদিন
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন।
জন্মদিনের শুভেচ্ছা ।
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামি
জীবনটা আনন্দময় হোক, এই আশা করি ।
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো ।
শুভ জন্মদিন ।
আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন
যেন শুখের সাগরে ভাসে ।
আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন ।
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
“” শুভ জন্মদিন “”
আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন **
প্রেমিকার জন্মদিনের কবিতা
আপনার প্রেমিকার জন্মদিন উপলক্ষে তাকে কিছু সুন্দর সুন্দর কবিতা শোনাতে পারেন এতে আপনার প্রেমিকা অনেক খুশি হবে। আপনি যদি প্রেমিকার জন্মদিন উপলক্ষে কবিতা খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় অবস্থিত হয়েছেন। কেননা আমরা এখন আপনার প্রেমিকার জন্মদিন উপলক্ষে কবিতা শেয়ার করব। সুবিধাগুলো নিচের অংশ থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং আপনার প্রেমিকাকে পাঠিয়ে দিতে পারেন।
জন্মদিন, শুভ জন্মদিন ।
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন ।
নদীতে বইছে খুশীর জোয়ার
বাতাসে সুভাশিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব ।
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি ।
জীবন হোক ছন্দময়
সপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন ।।
জন্মদিন শুভ জন্মদিন !!
জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার ।
শুভ জন্মদিন ।
তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই ।
শুভ জন্মদিন
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি,
শরতের গীতালি, হেমন্তের মিতালী ।
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি ।
“””””””” শুভ জন্মদিন “””””””””
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্
বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার,
^^^^^^ শুভ জন্মদিন ^^^^^
তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুই ।
হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই ।
**** শুভ জন্মদিন *****
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁছে থাকো হাজার বছর ।
******* শুভ জন্মদিন *******
জন্মদিনের শুভেচ্ছা নিও, যদিও বিলম্বিত,
Birthday Treat পেতে বতস হব বার প্রিত ।
হ্যাপি বার্থডে
আজ বারোটায় একটু খানি,
কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ ।
(((শুভ জন্মদিন)))
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
আমরা আমাদের ভালোবাসার মানুষের জন্মদিন উপলক্ষে তার ফেসবুক টাইমলাইনে কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করতে পারি। এতে আপনার ভালোবাসার মানুষ অনেক খুশি হবে এবং আপনাকেও অনেক ভালবাসবে। তাই আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভালোবাসার মানুষের জন্মদিন উপলক্ষে ফেসবুক স্ট্যাটাস শেয়ার করব। দয়াকরে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো নিচের অংশ থেকে সংগ্রহ করে নিন।
১। আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন, আর সেই হচ্ছে তুমি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো । আজকে আমার অনেক আনন্দের দিন কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি ।শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।
২। প্রিয় আজকের এই শুভ ক্ষনে পৃথিবী যেন আনন্দময়ী ও লাবণ্যে সুশোভিত হয়ে সজ্জিত হয়েছে কারণ আজকে তোমার জন্মদিন । জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নাও । আমাকে কথা দাও চিরকাল আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে। আমার চলার পথে আমার সাথী হবে এবং শুধু আমাকে ভালবাসবে।
৩। ওগো প্রিয় , ঐ শোনা যায় সময়ের ঘন্টা বয়ে চলেছে অবিরাম। তেমনি এই সময় আমাদের উপহার দিয়েছে এক সুন্দর ও ভালো মানুষ সে হচ্ছে তুমি। তোমাকে এত ভালোবাসি যে আমি চাই সারা জীবন তুমি সুখে থাকো ভালো থাকো আর আমাকে ভালোবাসো। জন্মদিনের শুভেচ্ছা নাও প্রিয়তম।
৪। তুমি আমায় বেঁচে থাকার মানে শিখিয়েছো, সৃষ্টিকর্তা তোমার জন্যই গড়েছে আমাকে নিজ হাতে। সারাজীবন ভালোবাসায় বেঁধে রাখতে চাই তোমায়। শুভ জন্মদিন ডেয়ার, ভালোবাসা নিও।
৫। পৃথিবীর সমস্ত সুখ বিধাতা আমায় দিয়েছে,তোমায় আমার জীবনে দিয়ে। তোমাকে ছাড়া একদন্ড ও বাঁচা দায়,আজ তোমার শুভ জন্মদিন। জানিনা কীভাবে উইশ করবো! শুধু বলছি, অনেক অনেক ভালোবাসি তোমায় আর ভবিষ্যতেও বাসবো।
৬। আজ আমার স্বপ্নপুরুষের জন্মদিন,যাকে আমি কল্পনায় বাস্তবে সবসময় মনের গহীনে রাখি। সুন্দর ও শুভ হোক তোমার আগামী দিনের পথচলা, সাফল্য বয়ে আসুক তোমার প্রতি পদক্ষেপে।হ্যাপি বার্থডে মাই ডেয়ার।
৭। তোমার সহজ সরল আচরণ আমায় বারবার মুগ্ধ করে, তোমার ভালোবাসা আমায় উদাসী করেছে।যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি নতুন করে তোমার প্রেমে পরতে চাই। শুভ জন্মদিন ডেয়ার।
৮। বসন্তের কোকিলের কুহু কুহু সুর, চারিদিকে রঙ বেরঙের ফুলের সমারোহ আর আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা। হাজার বছর বেঁচে থাকো, ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন।হ্যাপি বার্থডে মাই ডেয়ার।
৯। ওগো বন্ধু, ওগো প্রিয়তম সাথী আজকের দিনে তুমি নামক সূর্যের উদয় হয়েছিল যার অসীম আলোয় আলোকিত হয়েছে আমার পুরো পৃথিবী। ধন্য করেছো আমার মানব জন্ম। এ জীবন তোমার আলোয় আলোকিত । আজকের এই জন্মদিনে তোমাকে জানাই শুভেচ্ছা শুধু একটাই প্রার্থনা তোমার ভালো হোক।
১০। ওগো নিরুপমা ঐ শোনা যায় কালের যাত্রা। যার অসীমে পেয়েছি গো তোমায়। এই শুভক্ষণ দিয়েছে যে ধরা, শুভ জন্মদিন ওগো ,তাইতো পুষ্প মাল্য তোমাতে সমর্পিত করে তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার অসীম করুণা, ভালোবাসা ও বিনয়ে ধন্য হোক এই ধরনী। জন্মদিনের এই শুভ ক্ষনে ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করো ।
জন্মদিনের শুভেচ্ছাঃ বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠিঃ
তুমি কি কেকের মোমবাতিগুলি ফু নিয়ে নিভাতে পারবে, নাকি আমাকে ফায়ার সার্ভিসে কল করা উচিত? শুভ জন্মদিন, আমার প্রিয় Babe.
আমি আশা করি, তুমি কখনই আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন করবে না। এটি বেশ পরিষ্কার যে আমি কেবল তোমাকেই ভালবাসি। কারণ তুমি অনেক Hot।
মজার বিষয় এই যে, কীভাবে আমার জীবনে সবচেয়ে সেরা এবং সব থেকে খারাপ একজনই আসতে পারে। সেটা তুমি।
প্রিয় মেয়ে, আমি তোমার জন্মদিন ভুলে যেতে ভীষণ ভয় পাচ্ছি! ? আমি তোমাকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা !
অনেক লোক আমাদের সম্পর্কের জন্য ঈর্ষা করে। তার কারণ এই যে, তারা জানে না তুমি কতটা Crazy! বিশেষ জন্মদিনের তোমার crazy মুড দেখিয়ে দিলে তারা হয়তো আমার প্রতি দয়া দেখাতো।
প্রিয়তমা, তোমার জন্মদিনের কেকের মোমবাতিগুলি নিভিয়ে দেবে না। দয়া করে তাদের জ্বলতে দাও৷ এটি আমাদের ভালবাসার প্রতীক যা চিরকাল জ্বলতে থাকবে। শুভ জন্মদিন.
My Love, দয়া করে আমার জন্মদিনের শুভেচ্ছা তোমার হৃদয়ে রাখো। তোমাকে কখনও আমাকে ছেড়ে যেতে হবে না-এই প্রতিশ্রুতি দিলাম। শুভ জন্মদিন, প্রিয়া।
শুভ জন্মদিন প্রিয়তমা কবিতা
আরও এক বছর কেটে গেছে।
বদলেছে এক মৌসুমের ধরন
আর একটি মুহূর্ত এখানে,
তোমাকে জানাই অনেক ভালবাসার কামনা
শুভ জন্মদিন।
আমার মিষ্টি এবং সুন্দর প্রিয়ণী।
আমার সেরা বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমার মনে সন্দেহ নেই,
যে তুমি স্বর্গ-প্রেরিত।
আর সে কারণেই তোমার প্রতি আমার ভালবাসা
সবসময় অপরিবর্তিত।
শুভ জন্মদিন, মনোষ্কামনা।
আমার জীবনে, তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
কারণ আমি চিরকাল তোমাকে লালন করব।
তোমার আঙুলে, আমি একটি রিং লাগাতে চাই।
তোমার ঠোঁটে, আমি একটি চুম্বন লাগাতে চাই।
এবং তোমাকে জানাতে পারি যে তোমার প্রতি আমার ভালবাসা কত গভীর।
শুভ জন্মদিন, প্রিয়!
শেষ কথা
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস নিয়ে আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং পোস্ট টিও আপনাদের খুবই ভালো লেগেছে। দয়া করে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের কে সাপোর্ট করবেন। যাতে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হতে পারে। আজকে এ পর্যন্তই দেখা হবে আবার আগামি কোন পোস্ট এ ধন্যবাদ।
আরও দেখুনঃ
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও পিকচার
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ ও বার্তা
বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস ও মেসেজ