বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ও পরিশোধ করার উপায়

বাংলাদেশের বিকাশ একটি অত্যন্ত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস। আমরা খুব সহজে একে অপরের সাথে টাকা লেনদেন করার জন্য বিকাশ ব্যবহার করে থাকি। টাকা লেনদেন করার পাশাপাশি আমরা প্রয়োজনের মুহূর্তে মোবাইলে রিচার্জ করা সহ আমাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় বিলগুলো পেমেন্ট করতে পারি। ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস বিল পানির বিল সহ বিভিন্ন কেনাকাটার বিলগুলো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকি। অনেকেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে ইচ্ছুক। এজন্য তাদেরকে সর্বপ্রথম বিদ্যুৎ বিল চেক করা প্রয়োজন হয়ে পড়ে। অনেকেই জানে না কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল চেক করতে হয়। এজন্য তারা বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক।

এর জন্য আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে কিভাবে আপনি বিকাশে বিদ্যুৎ বিল চেক করবেন এবং বিদ্যুৎ বিল বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে চলেছি। সুতরাং আপনি যদি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখনি বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করুন।

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

এখন ঘরে বসেই বিকাশে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুঁজে বেড়ায়। এজন্য আমরা এখন আপনাদের সাথে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি ডিউটি উপায় বিকাশ থেকে আপনার যেকোনো বিদ্যুৎ বিল চেক করে নিতে পারবেন। আপনি চাইলে বিকাশ অ্যাপ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন এছাড়াও ইউএসএসডি কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। আমরা এখানে আপনাদের সাথে কিভাবে বিকাশ ব্যবহারের মাধ্যমে আপনি পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন তা শেয়ার করতে চলেছে। দয়া করে নিচের অংশ গুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং এখনই বিকাশে বিদ্যুৎ বিল চেক করুন।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন

এখন প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে বিকাশ এর অ্যাপ ব্যবহার করে থাকে। আপনি চাইলে খুব সহজেই এই বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনার পল্লী বিদ্যুতের বিল চেক করতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করে এখনি আপনার পল্লী বিদ্যুৎ বিল চেক করুন।

  • সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপস এ লগইন করুন।
  • এরপর ড্যাশবোর্ড থেকে 6 নাম্বার অপশন “Pay Bill” সিলেক্ট করুন।
  • তারপর বিদ্যুৎ “Electricity” অপশনটি সিলেক্ট করুন।
  • এ পর্যায়ে “Palli Bidyut (Postpaid)” সিলেক্ট করুন।
  • আপনার বিলের সিলেক্ট করুন এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন। (Enter SMS account number).
  • ব্যাস কাজ শেষ, আপনার পদক্ষেপ গুলি ঠিক থাকলে আপনার মোবাইল স্ক্রিনে বিলের পরিমান প্রদর্শিত হবে।

বি.দ্রঃ আপনার যদি ধাপগুলো  বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে ,তাহলে নিচের দেয়া ছবিগুলো অনুসরণ করতে পারেন।

      

আরও দেখুনঃ অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ২০২২

*247#  ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল দেখার নিয়ম

শুধুমাত্র বিকাশ এপস এর মাধ্যমে যে পল্লী বিদ্যুতের বিল চেক করা যায় এরকমটা নয়, আপনি চাইলে আপনার বাটন মোবাইলের সাহায্যে ও ইউএসএসডি মেনু থেকে *২৪৭# ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল দেখতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করে এখনি আপনার পল্লী বিদ্যুতের বিল চেক করুন।

  • প্রথমে আপনার মোবাইলের অপশন ডায়ালিং থেকে *247# ডায়াল করুন।
  • এরপর ৬ নম্বর অপশন “Pay Bill” সিলেক্ট করুন।
  • পরের মেনু থেকে ২ নম্বর অপশন “Electricity (Postpaid)” বাছাই করুন।
  • তারপর, ১ নং অপশন থেকে “Pally bidyut” অপশন সিলেক্ট করুন।
  • ১ নম্বর অপশন “Check Bill” সিলেক্ট করুন।
  • পুনরায় এক নম্বর অপশন “Input SMS A/C number” সিলেক্ট করুন।
  • আপনার বিলের কাগজ দেখে দেখে সঠিকভাবে একাউন্ট নাম্বারটি প্রবেশ করান।
  • mmyyyy ফর্মেটে বিলের মাস ও বছর দিন। যেমনঃ ২০২২ সালের জুন মাসের বিলের জন্য 062022
  • এ পর্যায়ে আপনার বিকাশ পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।
  • সব ঠিক থাকলে আপনার মোবাইলে এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ দেখতে পারবেন।

বি.দ্রঃ আপনার যদি ধাপগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে , নিচের দেয়া ছবিগুলো অনুসরণ করতে পারেন।

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

এই পোস্টে ইতোপূর্বে আমরা আপনাদের সাথে কিভাবে আপনি বিকাশে বিদ্যুৎ বিল চেক করবেন এ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা জানবো বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার উপায় সম্পর্কে। বর্তমান যুগ ডিজিটাল যুগ, সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার কোন দরকার নেই। আমরা চাইলে ঘরে বসে আমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। বিদ্যুৎ বিল ছাড়াও অন্যান্য পানি গ্যাস বিল সহ বিভিন্ন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বিকাশের বহুবিধ ব্যবহার রয়েছে। আপনি যদি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার উপায় খুঁজে থাকেন তাহলে দয়া করে নিচের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন

বিকাশের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনি চাইলে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এজন্য বিকাশ করতে নির্ধারিত কিছু নির্দেশনাবলী আপনাকে অনুসরণ করতে হবে। আমরা এখন আপনাদের সাথে ধাপে ধাপে কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করবেন তা শেয়ার করেছেন। এছাড়াও আমরা একটি ছবির সাহায্যে ধাপে ধাপে নির্দেশনাবলী গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে এখনই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করি।

  • প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন.
  • তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.
  • এখন টেপ করে পল্লী বিদ্যুৎ (প্রিপেইড) সিলেক্ট করুন.
  • বিল অ্যাকাউন্ট নাম্বার ও কন্টাক নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নম্বরটি সেভ করে রাখুন.
  • এবার বিলের পরিমান দিন.
  • তারপর বিলের তথ্য চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন.
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রবেশ করুন
  • “পে বিল”সম্পন্ন করতেন স্কিনের নিচের অংশটা ট্যাপ করে ধরে রাখুন
  • “পে বিল” সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন
  • তবে অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট

*247# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

অ্যান্ড্রয়েড অ্যাপস এর পাশাপাশি আপনি চাইলে ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নির্দেশাবলী অনুসরণ করে আপনি খুব সহজে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

  • প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
  • তারপর ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
  • তারপর Electricity (৩) সিলেক্ট করুন।
  • এরপর Palli Bidyut (৪) সিলেক্ট করুন।
  • তারপর Make Payment (৫) সিলেক্ট করুন।
  • ১ চেপে একাউন্ট নাম্বার প্রবেশ করুন।
  • পল্লিবিদূত বিলে উল্লেখিত ‍এসএমএস নিাম্বারটি দেন।
  • বিলের মাস ও বছর দিন।
  • পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
  • Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।

উল্লেখ যে, এখন আপনার Mobile ফোনে দুইটা SMS আসবে। প্রথমটি আপনার Request গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং দ্বিতীয়টিতে আপনার bill পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID লেখা থাকবে। এখন আপনি সেই TRX ID নাম্বারটি আপনার সেই মাসের বিলের উপর Bill পরিশোধের তারিখ সহ লিখে রাখুন।

সর্বশেষ কথা

আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম এবং বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজে বিকাশে বিদ্যুৎ বিল চেক করতে পেরেছেন এবং খুব সহজে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পেরেছেন। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

আরও দেখুনঃ

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *