আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং নতুন কোন ব্যবসা করার প্ল্যান করে থাকেন তাহলে সেক্ষেত্রে শুরুতেই আপনার ব্যবসার একটি সুন্দর নাম রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে সব সময় একটি নতুন এবং ইউনিক নাম রাখার চেষ্টা করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে যারা নতুন কোন দোকান দিতে ইচ্ছুক তারা অনলাইনে দোকানের সুন্দর নামের তালিকা খুঁজে বেড়াচ্ছে তাই আমরা আজকের এই পোস্টে আপনাদের সাথে অনেকগুলো সুন্দর সুন্দর দোকানের নামের তালিকা শেয়ার করব এবং এর সাথে আত্তার নতুন ব্যবসার নাম নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করবে আশা করি এখানে শেয়ারকৃত নাম গুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনি চাইলে এখান থেকে যে কোন একটি নাম আপনার দোকানের জন্য ব্যবহার করতে পারেন
নতুন ব্যবসার নাম নির্বাচন করার পূর্বে করণীয়
যে কোন ব্যবসার নাম নির্বাচন করার পূর্বে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে আমরা নিচে একটি চেক লিস্ট তৈরি করেছিল করে আপনি আপনার নতুন ব্যবসার নাম নির্বাচন করতে পারেন।
- সহজ নাম নির্বাচন। যাতে সহজে মানুষ উচ্চারণ করতে পারে। এছাড়া, ট্রেন্ডিং এবং ইউনিক রাখার চেষ্টা করুন।
- এমন নাম নির্বাচন করুন, যেটা আপনার পণ্য বা সেবার সাথে যায়। আপনার সেলুনের দোকানের নাম যদি রাখে ফুড হাট তাহলে, কাস্টমার নিজেও দ্বিধা-দ্বন্দ্ব পরে যাবে।
- লম্বা নাম পরিহার করুন এবং কাস্টমার মনে রাখতে পারে এমন নাম নির্বাচন করুন। এই যেমন ধরুন, অ্যাপেল কোম্পানির কথা। তারা খুব সহজ এবং কাস্টমার মনে রাখতে পারে এমন নাম নির্বাচন করেছে। আপনিও চাইলে, এমন কিছু নির্বাচন করতে পারেন।
- কপি বা অন্য ব্রান্ডের সাথে মিলে যায় এমন নাম নির্বাচন করবেন না। অনেকে Apex এর জনপ্রিয়তা দেখে, Apox রাখে। এই ধরণের নাম নির্বাচন করলে, আপনি কোন দিনও নিজের প্রতিষ্ঠানের ব্রান্ড ভ্যালু তৈরি করতে পারবেন না।
- নাম নেওয়ার পর্বে দেখবেন আপনার নামে ওয়েবসাইটের ডোমেইন ফাঁকা আছে কিনা। এই মুহূর্তে হয়তো ওয়েবসাইট প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।
দোকানের সুন্দর নামের তালিকা বের করার কৌশল
দোকানের নাম খুঁজার ধাপগুলো থেকে আপনি পছন্দ অনুযায়ী নাম খুঁজতে পারবেন। আমি আপাতত উদাহরণ সহ কিছু আইডিয়া দিলাম। পরে আরও বিস্তারিত কিছু নাম দিব।
- পণ্য সম্পর্কিত নাম: আপনার পণ্যের সাথে সম্পর্কিত নাম যেমন: রানার অটোমোবাইল, দর্জি-বাড়ি, আড়ং, ইজি ফ্যাশন, ফুড হাট ইত্যাদি।
- সমার্থক শব্দ: বিপণি, বিপণি-বিতান, আপণ জুয়েলার্স ইত্যাদি।
- বাংলা বাগধারা ভিত্তিক নাম: চাঁদের হাট,ইলাহি কাণ্ড, জমজমাট, ডুমুরের ফুল ইত্যাদি।
- ইংরেজি নাম: স্কয়ার, এপেক্স, ওয়ালটন, সিঙ্গার ইত্যাদি।
- সংক্ষিপ্ত নাম: আরএফএল, পিএচপি, এসিআই, টিকে গ্রুপ ইত্যাদি।
- সাহিত্যিক নাম: ধানসিঁড়ি,গোলাপ, বনলতা, ঘাষফড়িং, কাশফুল, নক্ষত্র, সুরঞ্জন, চিত্রা ইত্যাদি।
- ধর্মীয় আরবি নাম: হা-মীম গ্রুপ, মদিনা ট্যাংক, বিসমিল্লাহ জেনারেল স্টোর, আল ফাতাহ ইত্যাদি
- নিজের নাম: এ কে খান অ্যান্ড কোম্পানি, মেসার্স ওমর স্টোর, ওমর এন্ড ব্রাদারস, ফারুক জেনারেল স্টোর, সাইফুর’স, হাজী বিরিয়ানি ইত্যাদি।
এইভাবে আপনি নামের জন্য আইডিয়া নিতে পারেন।
বন্ধু-বান্ধব, ফেসবুক গ্রুপ এবং প্রশ্ন উত্তর ওয়েবসাইটের মাধ্যমে নাম খুঁজা
আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয় স্বজনের নিকট থেকে নামের আইডিয়া নিতে পারেন। এছাড়া, ফেসবুক গ্রুপে বা স্ট্যাটাসের মাধ্যমে আপনার ব্যবসায়ের ধরণ বলে মানুষের নিকট থেকে নামের আইডিয়া নিতে পারেন। আবার বিভিন্ন প্রশ্ন উত্তর ওয়েবসাইট যেমন:
এইসব সাইটেও প্রশ্ন করে নতুন ব্যবসার নাম নির্বাচনের আইডিয়া পেতে পারেন।
ওয়েবসাইটের মাধ্যমে নতুন ব্যবসার নাম নির্বাচন
নিচের ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রিতে সুন্দর নামের আইডিয়া পাবেন। আপনি যত বেশি আইডিয়া পাবেন, তত সুন্দর নাম নির্বাচন করতে পারবেন। নিচের ওয়েবসাইটগুলোতে শুধু আপনার পছন্দের কি-ওয়ার্ডটি সার্চ দিবেন। এই যেমন ধরুন আমাদের ওয়েবসাইটের নাম PriyoCareer। তো আমি চাচ্ছি নামের প্রথমে Priyo থাকুক আর এখানে Priyo হচ্ছে আমার কি-ওয়ার্ড। যদিও কষ্টের বিষয় হচ্ছে, এখানে বাংলা নাম খুঁজার সুযোগ নেই।
ডোমেইন নেম খালি আছে কিনা তা যাচাই করার উপায়
পছন্দের নাম নির্বাচনের পর, ডোমেইন নেম যাচাই করার প্রয়োজন হয়। নিচের ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত নামে ডোমেইন তথা ওয়েবসাইট তৈরি করার সুযোগ আছে কিনা। সার্চ বক্সে দোকান বা প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ করুন।
সবসময় দেখবেন com ডোমেইনে খালি আছে কিনা। .biz .xyz .org এরকম অনেক ডোমেইন এক্সটেনশন থাকতে পারে। যদিও সবগুলো টপ লেভেল ডোমেইন এক্সটেনশন তবে, .com ইউজার ফ্রেন্ডলি এবং কাস্টমারদের মনে রাখতে সাহায্যে করে।
ডোমেইন নেম সার্চ করার ওয়েবসাইট:
দোকানের সুন্দর নামের তালিকা
এখন আমরা আপনাদের সাথে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিক দোকানের সুন্দর নামের তালিকা শেয়ার করতে চলেছি। আপনি আমাদের এই সেকশন থেকে বিভিন্ন ধরনের যেমন কাপড়ের, অনলাইন শপের, খাবার দোকান, ঔষধ, মুদি দোকান সহ সকল ধরনের মোবাইল দোকানের নামের তালিকা সংগ্রহ করতে পারবেন। তাহলে এখান থেকে আপনার বিজনেস এর ধরন অনুযায়ী আপনার দোকানের সুন্দর একটি নাম নির্বাচন করুন।
কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা
- শ্রেষ্ঠা বস্ত্র বিতান
- আবরন বস্ত্র বিতান
- ঝলক বস্ত্র বিতান
- রুপসি বুটিক হাউস
- রুপবতী শাড়ি বিতান
- পরী বস্ত্র বিতান
- রেশমি ফেব্রিক হাউস
- অহনা বস্ত্র বিতান
- মিষ্টি মেয়ে বস্ত্র বিতান
- রানী বস্ত্র বিতান
- সূচিত্রা বস্ত্র বিতান
- সূহাসিনী বস্ত্র মেলা
- পান্জাবিওয়ালা
- সূর্দশন বস্ত্র মেলা
- নায়ক বস্ত্র বিতান
- শ্রেষ্ঠ বসন কেন্দ্র
- ছেলেদের পছন্দ বস্ত্রশালা
- মেট্রোম্যান আউটফিট
- জিনস এন্ড জ্যাকেটস
অনলাইন শপ এর নাম
ই কমার্স নাম আইডিয়া বা অনলাইন ব্যবসার জন্য নাম খুঁজে থাকলে নিচের নামগুলো দেখতে পারেন। যথা:
- বিপণি
- চলো কিনি
- হিড়িক
- হাটবাজার
- হাটখোলা
- পণ্যমালা
- পসার
- আপণ
- পণ্যবিচিত্রা
- পণ্যগৃহ
- হালখাতা
- বাজারব্যাগ
- সদাইপাতি
- আমাদের শপ
- দেশের বাজার
- গ্রামের হাট
- গ্রাম্য মার্ট
- কেনাকাটা
- দরদাম
- থই থই
খাবার দোকানের সুন্দর নামের তালিকা
- শাহীমহল
- রাজদরবার
- খাদ্য গৃহ
- স্বাদ বিচিত্রা
- খাদ্যবিতান
- ফুড কোর্ট
- ফুডশপ
- গ্রিন ক্যাফে
- ক্যাফে ৯০
- Dine Fine
- Dinner Club
ঔষধের দোকানের সুন্দর নাম
- মেসার্স ওমর ফার্মেসী
- মেসার্স নূরজাহান ফার্মেসী
- আস্থা ফার্মেসী
- দাওয়া ফার্মেসী
- দাওয়াই ফার্মেসী
- দাবাই ফার্মেসী
মুদি দোকানের সুন্দর নামের তালিকা
- নিত্যসমাহার
- সদাইপাতি
- নিত্যপণ্য
- দোকানদার
- পণ্যগৃহ
- সদাইঘর
- পণ্য কুটির
পোশাকের দোকানের নাম
- চাঁদনিচক
- কামিনী ফ্যাশন হাউজ
- নওরীন ফ্যাশন হাউজ
- ফ্যাশন কর্ণার
- Sedation
- Hendrix
- Dressify
- Clothing Place
- OrderlyFashion
- Faction Fashion
- Goodly
- Fashionista
- Frosty Fashion
- Vintage Corner
মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা
- মোবাইল গুরু
- মোবাইল ডাক্তার
- রেডিয়েন্ট মোবাইল সার্ভিসিং
- বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং
- মোবাইল গ্যারেজ
- Fast Track Repair
- Fast Fix
- Gadget repair services
ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা
- সাঁঝের বাতি
- Agro Inc
- White-Lilly Inc
- Exotic Inc
- Hydra Inc
- Rev Up
- Touch base
- Orchid
শেষ কথা
আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পোস্টে আমরা আপনাদের সাথে দোকানের সুন্দর নামের তালিকা শেয়ার করার চেষ্টা করেছি এর সাথে সাথে নতুন ব্যবসার নাম নির্বাচন করার উপায় দেয়ার চেষ্টা করা হয়েছে। আরেকটা কথা, অনেক দোকানের নামের সাথে মেসার্স ও ট্রেডার্স লেখা থাকে। মেসার্স ব্যবহারের নিয়ম হলো, কোন দোকান বা প্রতিষ্ঠানের নাম মানুষের নাম হলে মেসার্স যুক্ত হবে। আর, অন্যের উৎপাদিত পণ্য যখন কোন প্রতিষ্ঠান বিক্রি করে তখন তাকে ট্রেডার্স বলে।