বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে এখন কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে। আমরা পড়া লেখার উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে এই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি। আবার আমাদের মত যারা নতুন বাংলা ব্লগার রয়েছে তারাও কম্পিউটারে বাংলা কিবোর্ড খুঁজে বেড়ায়। এছাড়াও বিভিন্ন কাজে অনেক সময় আমাদের কম্পিউটারে বাংলা লেখার প্রয়োজন হয়, কিন্তু আমাদের মধ্যে যারা কম্পিউটার ব্যবহার করে তারা অনেকে জানেনা কিভাবে কম্পিউটারে বাংলা লিখতে হয়। এজন্য তারা ইন্টারনেটে কম্পিউটার বা ল্যাপটপ এ বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। সুতরাং আজকের পোস্টে আমরা আপনাদের সাথে খুব সহজে কিভাবে আপনি কম্পিউটার বা ল্যাপটপে বাংলা লিখতে পারবেন এ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।
আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এখান থেকে আপনি খুব সহজে কম্পিউটারে বাংলা লেখার নিয়ম টি জানতে পারবেন। ল্যাপটপ বা কম্পিউটারে বাংলা লেখার পাশাপাশি আপনি কিভাবে খুব সহজে বাংলা যুক্তবর্ণ লিখবেন সেটির নিয়ম শেয়ার করব। এছাড়া আমরা আপনাদের সাথে খুবই জনপ্রিয় দুটি বাংলা টাইপিং কিবোর্ড এর নাম সহ ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করব। সুতরাং আপনি যদি বাংলা লেখার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
আপনি যদি আপনার পার্সোনাল বা অফিশিয়াল কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনাকে অনেক হেল্প করতে পারে। কারণ এখন আমরা আপনাদের সাথে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানাতে চলেছি। আপনি হয়তো জেনে থাকবেন যে অভ্র কিবোর্ড এর সাহায্যে কম্পিউটারে বাংলা লেখা যায়। কিন্তু অনেকে জানেনা যে এই অভ্র কিবোর্ড কিভাবে ব্যবহার করতে হয়। এজন্য আমরা আজকের পোস্টে আপনাদের সাথে অভ্র কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। এছাড়াও আপনি খুব সহজে অভ্র কিবোর্ড এর পাশাপাশি বিজয় কিবোর্ড এর সাহায্যে আপনার কম্পিউটারে বাংলা লিখতে পারবেন। সুতরাং আপনি যদি কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনুরোধ করে সম্পূর্ন পোস্ট পড়ুন।
ল্যাপটপে বাংলা লেখার নিয়ম
এখন প্রায় সকলের হাতে ল্যাপটপ রয়েছে। এ লাপটপ এর সাহায্যে আমরা আমাদের পড়ালেখার বিভিন্ন কাজ করে থাকি। এছাড়াও অনেকে আবার ফ্রিল্যান্সিং করে থাকে এই ল্যাপটপের মাধ্যমে। ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে অনেক সময় বাংলায় লেখালেখি করার প্রয়োজন পড়ে। এজন্য যারা ল্যাপটপ এ বাংলা লেখার নিয়ম জানেনা তারা জানতে চেয়েছে কিভাবে খুব সহজে ল্যাপটপের বাংলা লেখা যায়। সুতরাং এখন আমরা আপনাদের সাথে বাংলা লেখার একটি জনপ্রিয় সফটওয়্যার এর তথ্য শেয়ার করতে চলেছি। আপনি চাইলে বিজয় কীবোর্ডের সাহায্যে আপনার ল্যাপটপে খুব সহজে বাংলা লিখতে পারবেন। আমরা আপনাদের জন্য বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম সম্পর্কে বিশদভাবে জানানোর চেষ্টা করেছি। তাই দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল। আপনারা বিজয় কিবোর্ড এর পাশাপাশি অভ্র কিবোর্ড এর সাহায্যে আপনার ল্যাপটপের বাংলা লিখতে পারবেন খুব সহজে।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম
ল্যাপটপ বা কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড হচ্ছে বিজয় কিবোর্ড। সকল অফিস আদালতে বাংলা লেখার কাজে এই কিবোর্ড ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি আপনার কম্পিউটারে বাংলা লেখার জন্য বিজয় কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই বাংলা লিখতে পারবেন।
- সর্বপ্রথম আপনাকে বিজয় কিবোর্ড সফটওয়্যার টি সংগ্রহ করে নিতে হবে। এখানে ক্লিক করে সংগ্রহ করুনঃ Bijoy Keyboard
- কম্পিটাকে বাংলা বিজয় কি বোর্ড দিয়ে লেখার জন্য উপযুক্ত করে তুলতে বিজয় কি বোর্ড ইনস্টল করুন।
- বিজয় সফটওয়্যারটি কম্পিউটার এ ইনস্টল হয়ে গেলে তা কম্পিউটার এ সেট করে নিতে হবে।
- কি-বোর্ডটিতে বাংলা লিখার জন্য বাংলা ফন্ট সেট করে নিতে হবে।
- বাংলা ফন্ট সেট করার জন্য কি বোর্ডে Ctrl+Alt+B লিখে বাংলা ফন্ট চালু করতে হবে।
- কম্পিউটার এ Ctrl+Alt+B টাইপ করলেই বাংলা ফন্ট SutonnyMJ আসবে। মূলত এই টি দিয়ে কম্পিউটার এ বিজয়ে বাংলা টাইপ করা হয়ে থাকে।
- মনে রাখবেন অনলাইনে লেখার জন্য ইউনিকোডে কি-বোর্ড সেট করে নিতে হবে এই জন্য টাইপ করতে হবে Ctrl+Alt+V।
অভ্র কিবোর্ড লেখার নিয়ম
এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বহুল প্রতীক্ষিত অভ্র কিবোর্ড বাংলা লেখার নিয়ম সম্পর্কে। একি ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটারে কিবোর্ড ইন্সটল করতে হবে নিচের দেওয়া লিঙ্ক থেকে এখন আপনার অভ্র কীবোর্ড সফটওয়্যার টি সংগ্রহ করুন এবং নিচের পদ্ধতি অনুসরন করুন।
স্টেপ ১.
Avro bangla typing keyboard নিজের কম্পিউটারে ইনস্টল করার পর, আপনারা কম্পিউটারের স্কিনের ওপরের দিকে একটি নিচের ছবির মত আইকন দেখতে পারবেন।
এখন আপনারা ওপরে ছবিতে অবশই দেখছেন, Avro Icon এ “English” ভাষা সেট করা রয়েছে। মানে এখন আপনি যা লিখবেন তা ইংরেজি হয়ে যাবে।
তবে, এখন যদি আপনি বাংলা লিখতে চান তাহলে বাংলাতে লিখার জন্য আপনাদের সোজা “English” লেখাতে ক্লিক করে বাংলা ভাষা সেট করতে হবে।
তাছাড়া, আপনার keyboard থেকে “F12” বাটন টিপলে, নিজে নিজে Avro তে বাংলা ভাষা সেট হয়ে যাবে এবং নিচের ছবির মত ইন্টারফেস চলে আসবে।
ওপরে ছবিতে দেখলে আপনারা দেখতে পারবেন, বাংলা ভাষা সেট হওয়ার পর সেখানে ইংরেজির জায়গায় “বাংলা” লেখা চলে এসেছে। মানে আপনি এখন যা লিখবেন তা সব বাংলা হয়ে যাবে।
স্টেপ ২.
এখন, Avro software টিতে বাংলা ভাষা সেট হওয়ার পর, আপনারা যেই application এ বাংলা লিখতে চাচ্ছেন সেটা ওপেন (open) করতে হবে।
আপনি যেকোনো editing এবং writing app বা software ব্যবহার করতে পারবেন।
যেমন, Microsoft Office, Word, excel, notepad, online writing software বা WordPress editor এ Avro bangla typing software ব্যবহার করে বাংলা টাইপিং করতে পারবেন।
ওপরে আপনারা ছবিতে দেখতেই পারছেন, আমি “WordPad” এ avro tool ব্যবহার করে বাংলা ভাষায় লিখছি।
স্টেপ ৩.
এখন, আপনারা যদি নিজের লেখা গুলির বানান সঠিক আছে কি না সেটা দেখতে চান, তাহলে “Avro Pad” ব্যবহার করতে পারবেন, যেটা Avro keyboard software এর সাথেই আমাদের দেয়া হয়।
Avro Pad এ বাংলাতে লিখার পর, সোজা “Spell check” অপশনে ক্লিক করে আপনারা প্রত্যেক শব্দের বানান সঠিক আছে কি না, সেটা দেখে নিতে পারবেন।
তাছাড়া, সোজা “F7″ button press করেও প্রত্যেক শব্দের বানান দেখে নিতে পারবেন।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
আমাদের আজকের পোষ্টে এতক্ষণ আমরা কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে বিজয় এবং অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে হয় এ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যুক্তবর্ণ লেখার পালা। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই জানতে চেয়েছেন কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম কি? তাই এখন আমরা আপনাদের সাথে এই দুটি জনপ্রিয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা যুক্তবর্ণ লিখতে পারবেন তা জানানোর চেষ্টা করব। এই অংশটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই বিজয় কিবোর্ড এবং অভ্র কিবোর্ড এর সাহায্যে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম জানতে পারবেন।
বিজয় কিবোর্ড বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
- ক্ত (ক+ত) = J+G+K রক্ত
- ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষয়
- হ্ম (হ+ম) = I+G+M ব্রাহ্মণ
- ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
- জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) জ্ঞান
- ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ব্যঞ্জন
- ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y কাঞ্চন
- ব্ব (ব+ব) = H+G+H গহ্বর
- ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) উল্ল্যেখযোগ্য
- ত্ত (ত+ত) = K+G+K উত্তর
- ত্র (ত+র) = k+Z একতারা
- হৃ (হ+ ঋ) = I+A
- সূহ্রদ ক্র (ক+র) = J+Z ক্রিকেট
- ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z মন্ত্র
- দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দগ্ধ
- দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)উদ্ভব
- ক্স (ক+স) = J+G+N রিক্সা
- ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z নরেন্দ্র
- ন্ধ (ন+ধ) = B+(Shift D +L) অন্ধ
- ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) স্তব্ধ
- ভ্র (ভ+র) = (Shift+H)+Z ভ্রমর
- ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
- ম্ন (ম+ন) = M+G+B
- ল্কা (ল+ক+া) = V+G+J+F উল্ক
- শ্ম (শ+ম) = (Shift+M)+G+M শ্মামাম
- ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J শুষ্ক
- ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) কন্ঠ
- ষ্প (ষ+প) = (Shift+N)+G+R বাষ্প
- ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
- ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
- ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
- ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
- স্থ (স+হ) = N+G+(Shift+K) স্থান
- স্ত্র (স+ত+র) = N+G+K+Z অস্ত্র
- স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S স্ক্রুগজ
- স্ক্র (স+ক+র) = N+G+J+Z স্ক্রল
- স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
- হ্ন (হ+ন) = I+G+B চিহ্ন
- স্ফ (স+ফ) = N+G+(Shift+R) অস্ফালন
- চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H সচ্ছ্বল
- হ্ব (হ+ব) = I+G+H আহ্বান
- ঙ্গ = Q+G+O অঙ্গ
- শ্ব = (Shift+M)+G+H শ্বশুর
- ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
- দ্ম (দ +ম)=L+G +M, পদ্ম।
- ট্ট (ট +ট )=T+G+T, কট্টর।
অভ্র কিবোর্ড বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
- ক্ট = kT; যেমন: ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
- ক্ট্র = kTr; যেমন: অক্ট্রয়
- ক্ত = kt; যেমন: রক্ত
- ক্ত্র = ktr; যেমন: বক্ত্র
- ক্ন = kn; যেমন: বাচক্নবী
- ক্ব = kw; যেমন: পক্ব, ক্বণ
- ক্ম = km; যেমন: রুক্মিণী
- ক্য = kZ; যেমন: বাক্য
- ক্র = kr; যেমন: চক্র
- ক্ষ = kkh; যেমন: পক্ষ
- ক্ষণ = kkhN;
- ক্ষ্ম = kkhm; যেমন: লক্ষ্মী (kkhmi)
- ক্ষ্ম্য = kkhmZ; যেমন: সৌক্ষ্ম্য
- ক্ষ্য = kkhZ; যেমন: লক্ষ্য
- ক্স = ks; যেমন: বাক্স
- খ্য =khZ; যেমন: সখ্য
- খ্র = khrr যেমন; যেমন: খ্রিস্টান
- গ্ণ = g,,N; যেমন – রুগ্ণ
- গ্ধ = gdho; যেমন: মুগ্ধ
- গ্ধ্য = gdhZ; যেমন: বৈদগ্ধ্য
- গ্ধ্র = g,,dhr; যেমন: দোগ্ধ্রী
- গ্ন = gn; যেমন: ভগ্ন
- গ্ন্য = gmZ; যেমন অগ্ন্য
- = র + ঘ + য; যেমন: দৈর্ঘ্য
- র্ঙ্গ = র + ঙ + গ; যেমন: শার্ঙ্গ (ধনুর্বিশেষ)
- র্চ্য = র + চ + য; যেমন: অর্চ্য (পূজনীয়)
- র্জ্য = র + জ + য; যেমন: বর্জ্য
- র্জ্জ = র + জ + জ; যেমন: ঊর্জ্জ
- র্জ্ঞ = র + জ + ঞ; যেমন: দুর্জ্ঞেয়
- র্ণ্য = র + ণ + য; যেমন: বৈবর্ণ্য (বিবর্ণতা)
- র্ত্য = র + ত + য; যেমন: মর্ত্য
- র্থ্য = র + থ + য; যেমন: সামর্থ্য
- র্ব্য = র + ব + য; যেমন: নৈর্ব্যক্তিক
- র্ম্য = র + ম + য; যেমন: নৈষ্কর্ম্য
- র্শ্য = র + শ + য; যেমন: অস্পর্শ্য
- র্ষ্য = র + ষ + য; যেমন: ঔৎকর্ষ্য
- র্হ্য = র + হ + য; যেমন: গর্হ্য
- র্খ = র + খ;
সর্বশেষ কথা
আজকের কম্পিউটার বা ল্যাপটপ এ বাংলা লেখার নিয়ম নিয়ে লিখিত সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে আপনি কিভাবে খুব সহজে কম্পিউটারে বাংলা বাংলা লিখবেন তা জানানোর চেষ্টা করেছি। আশাকরি আপনারা ইতোমধ্যে আমাদের এই পোষ্টের মাধ্যমে কম্পিউটারে বা ল্যাপটপে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও আমরা আপনাদের সাথে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম টি শেয়ার করেছি। আশাকরি পোষ্টের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পেরেছেন। তাই আপনার যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও খুব সহজে বাংলা টাইপিং কীবোর্ড সম্পর্কে জানতে পারে।
আরও দেখুনঃ