আসসালামু আলাইকুম। সকল বন্ধু জানাই পবিত্র ঈদুল আযহা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আজকের পোস্টের মাধ্যমে আমরা বাংলা মজার মজার ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করব। আপনি চাইলে এই মেসেজগুলো আপনার আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবদেরকে মোবাইল এসএমএস অথবা ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে পারেন।
আমরা জানি আমরা ঈদের দিন একে অপরের সাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। তাই আমরা আমাদের দূরের আত্বীয়কে মোবাইলে এসএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি। আপনাদের জন্য আমরা এই পোস্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করেছি। আশা করি সকল শুভেচ্ছা মেসেজ গুলো আপনাদের পছন্দ হবে।
ঈদের শুভেচ্ছা মেসেজ
সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য অনেকেই ইন্টারনেটে বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ খুজে থাকে। আপনিও যদি এসকল ঈদের শুভেচ্ছা বার্তা থাকেন তাহলে এই পোষ্টের মাধ্যমে আপনি এগুলো পেতে পারেন। এখানে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর বাছাইকৃত বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করেছি। দয়া করে নিচের অংশ থেকে এসকল ঈদের শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করে নিন।
কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*
ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি!
ঈদের শুভেচ্ছা বার্তা
আপনাকে ঈদের শুভেচ্ছা বার্তা খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় উপস্থিত রয়েছেন.। কেননা পোস্টের এই অংশে আমরা এখন আপনাদের জন্য সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করব। আপনি চাইলে এসকল শুভেচ্ছাবার্তা যে কাউকে মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন।
রং লেগেছে মনে,
মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দিব ঈদের এই দিনে।
“ঈদ মুবারক”।
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”
ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি!
হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারক-
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
শেষ কথা
সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টিম পক্ষ থেকে আপনাকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে কাটুক আপনার ঈদের দিনটি এই আশা ব্যক্ত করি। করে আজকের পোস্ট এর ঈদের শুভেচ্ছা মেসেজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই শেয়ার করবেন। এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ
আরও দেখুনঃ
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২২
ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ, কবিতা ও পিকচার
20+ করোনায় ঈদের শুভেচ্ছা বাণী 2022
ঈদের শুভেচ্ছা বার্তা, উক্তি, মেসেজ, পিকচার ও স্ট্যাটাস
বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ ২০২২