আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। দেখতে দেখতে রোজার ঈদ চলে এলো। এদিনটি সকল মুসলমান ভাইদের জন্য খুবই আনন্দের দিন। এই দিনটি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খুব আনন্দ উল্লাস করি। কিন্তু দেখা যায় আমাদের আপনজন অনেক সময় বাহিরে ঈদ করতে হয়, জন্য আমরা তাদেরকে মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে পারি।
আমাদের মাঝে অনেকেই ইন্টারনেটে ঈদের সুন্দর সুন্দর বার্তা বা মেসেজ খুজে থাকি। কিন্তু অনেক সময় আমরা আমাদের পছন্দমত ঈদের শুভেচ্ছা মেসেজ খুজে পাইনা। তাই আপনাদের জন্য আমরা এ পোস্টের মাধ্যমে কিছু সুন্দর সুন্দর বাছাইকৃত বাংলায় ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করব। আশাকরি আপনাদের এসকল শুভেচ্ছা মেসেজ খুবই পছন্দ হবে এবং আপনি চাইলে আপনার শুভাকাঙ্ক্ষী যে কোন ব্যক্তিকে এসএমএস গুলো পাঠিয়ে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক।
ঈদের শুভেচ্ছা মেসেজ
অনেকেই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা মেসেজ খুজে থাকে। কিন্তু ইন্টারনেটে বাংলা ভাষায় এরকম সুন্দর সুন্দর কোন ঈদের শুভেচ্ছা মেসেজ পাওয়া যায়না। এজন্য আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা আজকের এই পোস্টে কিছু সুন্দর সুন্দর বাংলা ঈদের শুভেচ্ছা মেসেজ শেয়ার করলাম। পোস্ট এর নিচের অংশ থেকে এর সকল ঈদের শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করে নিতে পারেন এবং যে কাউকে এগুলা পাঠিয়ে দিতে পারেন।
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারক-
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”
আজ দু:খ ভুলার দিন,
Ajj মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
Ajj সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from heart …
EID MUBARAK
চাঁদ উঠেছে ফুল ফুটেছে, দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়!
ঈদ মোবারাক!
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে
পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
মহাগাধা এসএমএস পড়ে।
ওরে গাধা ক্ষেপিস না
মোবাইল ছুড়ে মারিস না।
ঈদের শুভেচ্ছা নিতে ভুলিস না।
ঈদ মোবারক!
ঈদের ছন্দ পিকচার
আমরা লক্ষ্য করে দেখলাম অনেকেই ইন্টারনেটে ঈদের ছন্দ পিকচার খুঁজছেন । তাই আজকের পোস্টে আমরা আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ঈদের ছন্দ পিকচার শেয়ার করলাম। দয়া করে নিচের ছবিগুলো খেয়াল করুন এবং এই ছন্দ পিকচার গুলো আপনি চাইলে যে কাউকে পাঠিয়ে দিতে পারেন।

ঈদ মোবারক শুভেচ্ছা
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের দিনের নানা রকমের আয়োজনের কমতি থাকে না। প্রিয় মানুষগুলোকে ঈদের শুভেচ্ছা জানাতে মোবাইল এসএমএস একটি সুন্দর পদ্ধতি। কাছে হোক কিংবা দূরে হোক আমাদের উচিত আমাদের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আমরা চাইলে ঘরে বসেই তাদেরকে বিভিন্ন রকম ঈদ মোবারক ছন্দ পাঠিয়ে তাদের সাথে ঈদ মোবারক শুভেচ্ছা বিনিময় করতে পারি। এখানে আমরা বিভিন্ন মাধ্যম থেকে অনেক সুন্দর সুন্দর বাছাইকৃত ঈদের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করেছি। চলুন আমরা সংগ্রহ করে নেই।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।
সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”
ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
ঈদ মোবারক পিকচার ২০২২
আপনারা যারা ইন্টারনেটে 2022 সালের পবিত্র ঈদ-উল-আযহার পিকচার খুঁজে বেড়াচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঈদ মোবারক পিকচার সংগ্রহ করেছি। আপনারা চাইলে এখান থেকে পিকচার গুলো সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবেন। আমরা প্রতি বছর ঈদে আমাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। আবার আমাদের দূরের বন্ধু-বান্ধবদেরকে আমরা ছবির মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। অনেকেই আবার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুক বন্ধুদের ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে। তাই আপনি যদি এইচডি কোয়ালিটির ঈদ মোবারক পিকচার সংগ্রহ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের অংশে থেকে এখনই সংগ্রহ করে নিন।
শেষ কথা
আশা করি আজকের ঈদের শুভেচ্ছা মেসেজ নিয়ে পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। যদি আপনার এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে দয়া করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আরো ঈদের শুভেচ্ছা মেসেজ খুঁজে থাকেন তাহলে দয়া করে নিচের দেখানো লিংকগুলোতে প্রবেশ করুন। আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা মেসেজ নিয়ে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ
আরও দেখুনঃ
বাংলা মজার মজার ঈদের শুভেচ্ছা মেসেজ
ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ, কবিতা ও পিকচার
ঈদের শুভেচ্ছা বার্তা, উক্তি, মেসেজ, পিকচার ও স্ট্যাটাস
কুরবানি ঈদ মোবারক পিকচার Collect করুন ফুল HD তে
কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২২