আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে এই পোস্ট টি পড়ুন। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল, কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানকতক খাপরার কুচি। গঙ্গা-যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে, এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে।
কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে। সেটিও একপাশে পিজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা-যমুনা খেলিবার খাপরাগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা-যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপরা ছুঁইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কি না!
আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন
এখানে আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। নিচে প্রশ্ন গুলো উত্তর সহকারে দেওয়া আছে দেখেনিন।
১। হরিহরের পুত্রের নাম কী?
উত্তর : হরিহরের পুত্রের নাম অপু।
২। দুর্গার বয়স কত?
উত্তর: দুর্গার বয়স দশ-এগারো বছর।
৩। অপুর চোখগুলাে কেমন?
উত্তর : অপুর চোখগুলাে বেশ ডাগর ডাগর ।
৪। নাটাফল কী?
উত্তর : নাটাফল হচ্ছে করঞ্জা ফল।
৫। দুর্গার হাতের নারিকেল মালায় কী ছিল?
উত্তর : দুর্গার হাতের নারিকেল মালায় কচি আম কাটা ছিল।
৬। রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া কী কাটতে বসল?
উত্তর : রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া শসা কাটতে বসল।
৭। কী খেয়ে দাত টক হয়ে গেছে?
উত্তর : আম খেয়ে দাত টক হয়ে গেছে।
৮। কে গাই দুইতে এলাে?
উত্তর : স্বর্ণ গােয়ালিনী গাই দুইতে এলাে।
৯। কাকুড়তলির আমগাছ কাদের?
উত্তর : কঁকুড়তলির আমগাছ পটলিদের।
১০। হরিহর কত মাস অন্তর বেতন পায়?
উত্তর : হরিহর দু-তিন মাস অন্তর বেতন পায়।
১২। কাঠের ঘোড়াটি কীসের মতো পড়েছিল?
উত্তর: কাঠের ঘোড়াটি পিজরাপোলের আসামির মতো পড়েছিল
১৩। অপুর কোন খেলনাটি পিজরাপোলের আসামির মতো পড়ে আছে?
উত্তর: অপুর কাঠের ঘোড়া পিজরাপোলের আসামির মতো পড়ে আছে।
১৪। হরিহরের স্ত্রীর নাম কী?
উত্তর : হরিহরের স্ত্রীর নাম সর্বজয়া।
১৫। কাদের বাড়ির চারদিকে জল?
উত্তর : দুর্গাদের বাড়ির চারদিকে জঞ্জাল।
১৬। ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ হলাে জীর্ণ করা, কুচি কুচি করা।
১৭। উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিল?
উত্তর: উঠানের কাঁঠালতলা হতে দুর্গা অপুকে ডেকেছিল।
১৮। অপুর দিদির নাম কী?
উত্তর: অপুর দিদির নাম দুর্গা।
১৯। খাপরা দিয়ে কী খেলা হয়?
উত্তর : খাপরা দিয়ে গঙ্গা-যমুনা খেলা হয়।
২০। কার গায়ের রং অপুর মতো ফর্সা নয়?
উত্তর: দুর্গার গায়ের রং অপুর মতো ফর্সা নয়।
২১। মা খিদে পেয়েছে!’ কে বলল?
উত্তর: ‘মা খিদে পেয়েছে এ কথাটি বলেছে অপু।
২২। অপুর দাঁত টক হয়ে গিয়েছিল কেন?
উত্তর: আম খেয়ে অপুর দাঁত টক হয়ে গিয়েছিল।
আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২৩। ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা কে?
উত্তর : আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২৪| আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর : আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।
২৫। অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল?
উত্তর : অপুর খেলনা পিস্তলের দাম ছিল দু’পয়সা।
২৬। অপুর পিঠে কে কিল দিল?
উত্তর : অপুর পিঠে দুর্গা কিল দিল।
২৭। অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশিটির দাম কত?
উত্তর: অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা
২৮। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
উত্তর: অপুর খেলনা পিস্তলটির দাম দুই পয়সা।
২৯। দুর্গার বয়স কত?
উত্তর : দুর্গার বয়স দশ-এগারাে বছর ।
৩০। অপুর দিদির নাম কী?
উত্তর : অপুর দিদির নাম দুর্গা।
৩১। অপুর দিদির নাম কী?
উত্তর: অপুর দিদির নাম দুর্গা।
৩২। উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিল?
উত্তর: উঠানের কাঁঠালতলা হতে দুর্গা অপুকে ডেকেছিল।
৩২। “আম-আঁটির ভেঁপু” গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত?
উত্তর : “আম-আঁটির ভেঁপু’ গল্পটি পথের পাঁচালী’ উপন্যাসের অন্তর্গত।
৩৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে বরণ করেন?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।
৩৪। পথের পাঁচালী’ কার লেখা?
উত্তর: ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
৩৫। অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল?
উত্তর : অপুর কাছে দুই পয়সা দামের পিস্তল ছিল।
৩৬। দৃষ্টিপ্রদীপ উপন্যাসের লেখক কে?
উত্তর: ‘দৃষ্টিপ্রদীপ’ উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
৩৭। টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম কত?
উত্তর: টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা।
৩৮। অপুর কোন খেলনাটি পিজরাপোলের আসামির মতো পড়ে আছে?
উত্তর: অপুর কাঠের ঘোড়া পিজরাপোলের আসামির মতো পড়ে আছে।
৩৯। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবী পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ‘ইছামতি’ উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবী পুরস্কারে ভূষিত হন।
৩৯। . হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
উত্তর: হরিহরের পুত্র ঘরের রোয়াকে বসে খেলা করছিল।
৪০| হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?
উত্তর :হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।
শেষ কথা
শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা নিয়ে আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে শিক্ষা মূলক বিভিন্ন পোস্ট প্রতি দিন শেয়ার করা হয়।
আরও দেখুনঃ
আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা ১ম পত্র
লাইব্রেরি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর- এস এস সি বাংলা ১ম পত্র
নিরীহ বাঙালি সৃজনশীল প্রশ্ন উত্তর এস এস সি- পিডিএফ
অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র এস এস সি